বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু তাতে জিয়ো সিনেমার ‘পারফরম্যান্সে’ একেবারেই সন্তুষ্ট হলেন না ভারতীয় নেটিজেনরা। তাঁরা অভিযোগ করলেন, জিয়ো সিনেমায় ফুটবল বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং বাববার আটকে যাচ্ছে। তার জেরে মেজাজটাই নষ্ট হয়ে যাচ্ছে।
রবিবার কাতারে ফুটবল বিশ্বকাপের সূচনা হয়েছে। দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে জিয়ো সিনেমার লাইভ স্ট্রিমিং চোনা হয়ে দাঁড়ায় বলে অভিযোগ করতে থাকেন নেটিজেনরা। তেমনই এক নেটিজেন বলেন, 'এটা কি শুধু আমাদের সঙ্গে হচ্ছে নাকি ফিফা বিশ্বকাপের সম্প্রচারের সময় ৩০ সেকেন্ড অন্তর জিয়ো সিনেমা থমকে যাচ্ছে? চূড়ান্ত বিরক্তিকর। এটা যদি বারবার হতেই থাকে, তাহলে কীভাবে আমরা বিশ্বকাপ দেখব? আমার মনে হয় না, এত দর্শকের চাপ সামলানোর ক্ষমতা আছে জিয়ো সিনেমার।'
জিয়ো সিনেমার একটি ভিডিয়ো পোস্ট করে অপর এক নেটিজেন লেখেন, 'সত্যি জিয়ো সিনেমা? এভাবে আমরা বিশ্বকাপ দেখব?' আরও এক নেটিজন বলেন, 'আমার ধারণা, এই প্রথম খেলার সম্প্রচার করছে জিয়ো সিনেমা এবং ওরা বিশ্বকাপের সম্প্রচারের দায়িত্ব নিয়েছে - যা সারা বিশ্বের সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা। (সম্প্রচারের) ক্ষেত্রে এরকম ঘাটতি মেজাজটাই খারাপ করে দিচ্ছে। আশা করছি যে পরিস্থিতি ভালো হবে।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'জিয়ো সিনেমাতে ফিফা বিশ্বকাপের লাইভ স্ট্রিমিংয়ে এত বাফারিং হচ্ছে? এরকমভাবে খেলা দেখবে কীভাবে?'
আরও পড়ুন: QAT vs ECU Live Update: প্রথমার্ধ শেষ, ভ্যালেন্সিয়ার জোড়া গোলে এগিয়ে ইকুয়েডর
এক নেটিজেন তো আরও রেগে গিয়ে বলেন, 'ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বিডিংয়ে নামার আগে নিজেদের সার্ভার খতিয়ে দেখা উচিত ছিল জিয়ো সিনেমার। জঘন্য পরিষেবা।' একজন তো আর এককদম এগিয়ে বলেন, 'নমস্কার ইলন মাস্ক, আপনি কি জিয়ো সিনেমা কিনে নিতে পারেন এবং যাঁরা ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নষ্ট করে দিয়েছেন?'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।