ইষান কিষাণ কাউন্টি ক্রিকেটে খেলছেন নটিংহ্যামশায়ারের হয়ে। সেখানে এমনিতে এই উইকেটরক্ষক ব্যাটার মূলত ব্যাটিংয়ের জন্যই খেলছেন। কিন্তু এরই মধ্যে তিনি নজর কাড়লেন বল হাতে। তবে বোলিংয়ে তেমন ছাপ ফেলার মতো কিছু করে দেখাতে না পারলেও বোলিং স্টাইলে কিন্তু হরভজন সিংকে অনুকরণ করে তিনি নেট দুনিয়ায় ভাইরাল ভিডিয়োর জন্ম দিয়েছেন। ব্যাট হাতেও তিনি ডিভিশন ওয়ানে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেন।
বুধবার সোমারসেটের বিরুদ্ধে টনটনে ইশান কিষাণের হাতে ওঠে বোলিংয়ের দায়িত্ব। আর সেই দায়িত্ব নিয়েই তিনি নজর কাড়েন। একমাত্র ওভারে ইশান কিষাণ অফ স্পিন, লেগ স্পিন দুই রকমই করেছিলেন। যা দেকে দলের সতীর্থরা বেশ উপভোগ করেন বিষয়টি। নিজের ওভারের প্রথম বলটি তিনি করেন হরভজন সিংয়ের বোলিং স্টাইলকে নকল করে।
বছর পনেরো আগে ভাজ্জি যেভাবে কোমর দুলিয়ে হাত দুহাতে বাড়িয়ে বোলিং অ্যাকশন করতেন, তেমনই ইশান করে দেখান। দেখে মনে হচ্ছিল যেন একদম হরভজন সিংয়েরই ডুপ্লেকেট কেউ এসেছে, সেই ভিডিয়ো রইল আপনাজের মনোরঞ্জনের জন্যেও, দেখে নিন চটজলদি।
অফ স্পিনারদের মতো এরপর বেশ কয়েকটি বল করার পর ইশান কিষাণ নিজের বোলিং অ্যাকশন চেঞ্জ করে নেন। এবার তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের স্টাইলে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে লেগ স্পিন করেন। বলটা লেগ সাইডে অনেকটা বাইরে থাকলেও আম্পায়ারও বোধহয় বিষয়টি উপভোগ করছিলেন, তাই ইশানের সেই ডেলিভারিটিতে তিনি আর ওয়াইড বল ডাকেননি। এটাই ছিল ম্যাচের শেষ ওভার। সেখানে তিনি মাত্র ১ রান দেন। ম্যাচ ড্র হয়ে যায়।
প্রসঙ্গত জুলাই ২০২৩-র পর থেকে ভারতীয় টেস্ট দলে আর সুযোগ পাননি ইশান কিষান। এরপর আইপিএলে তিনি বিক্ষিপ্তভাবে রান পান। এবারেল আইপিএলে ১৪ ম্যাচে তিনি ৩৫৪ রান করেন। মাঝে কিছুদিন বিসিসিআইয়ের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই চলে ঘরোয়া ক্রিকেট না খেলা নিয়ে, এরপর অবশ্য বোর্ডের কথা মেনে নেওয়ায় তিনি ফের ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে ফেরার সুযোগ পান।