জোর বিতর্ককে সঙ্গী করেই শুরু হল এশিয়া কাপ ২০২২। প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল শ্রীলঙ্কা শিবিরকে।
পাথুম নিশঙ্কাকে টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করার পরেই রীতিমতো ক্ষুব্ধ দেখায় শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডকে। সাজঘরে শ্রীলঙ্কার ক্রিকেটাররা তো বটেই, এমনকি গ্যালারির দর্শকদেরও হতবাক দেখায় তৃতীয় আম্পায়ার মদনগোপালের সিদ্ধান্তে।
ম্যাচের ১.৬ ওভারে নবীন উল হকের বলে জোরালো শট নেওয়ার চেষ্টা করেন নিশঙ্কা। যদিও বল তাঁর ব্যাটের পাশ দিয়ে উইকেটকিপার রহমানউল্লাহর দস্তানায় চলে যায়। ফিল্ড আম্পায়ার অনিল চৌধরী আফগানিস্তানের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন ব্যাটসম্যান।
টেলিভিশন রিপ্লে দেখে বোঝার উপায় ছিল না নিশঙ্কা যথাযথ আউট হয়েছেন কিনা। বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আল্ট্রা এজে প্রায় কিছুই ধরা পড়েনি। গ্রাফের অতি সামান্য নড়াচড়াতেই নিশঙ্কাকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার জয়রমন মদনগোপাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।