রেকর্ড উচ্চতায় পৌঁছে বুধবারই ছোটখাটো ধস নেমেছিল সেনসেক্সে। চলতি লোকসভা ভোটের সঙ্গে শেয়ার বাজারের এই উত্থান-পতনকে এক লেন্সে দেখছেন অনেকেই। বহু বিশেষজ্ঞের দাবি, বিজেপির জয়ের ওপরে শেয়ার বাজারের গ্রাফ নির্ভর করে থাকবে। এরই মাঝে শেয়ার বাজার নিয়ে বড় দাবি করলেন অমিত শাহ।