মহারাষ্ট্র বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে সফল হল মহা বিকাশ আগাধি। বিজেপির অনুপস্থিতিতে ১৬৯ ভোট পেয়ে গরিষ্ঠতা প্রমাণ করতে সফল হলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।প্রোটেম স্পিকার নিয়োগ এবং আস্থাভোটের নির্ঘণ্টের ঘোষণা নিয়ে অভিযোগ তুলে বিজেপি ওয়াকআউট করার ফলে মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জিতে গরিষ্ঠতা প্রমাণ করতে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি জোট সরকারকে।শনিবার দুপুরে মহারাষ্ট্র বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বিশেষ অধিবেশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘মহারাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনও অধ্যক্ষ নির্বাচিত না করে আস্থাভোটের আয়োজন করা হয়নি। এত ভয় পাওয়ার কী কারণ ছিল?‘ বিজেপির অভিযোগ, সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে। এ ছাড়া, শুক্রবার মধ্যরাতের পরে তাদের আস্থাভোটের নির্ঘণ্ট সম্পর্কে জানানো হয় বলেও এ দিন অভিযোগ করেছে বিজেপি।এরপর আস্থাভোট শুরু হওয়ার প্রস্তাব দেওয়া হলে ফডণবীসের নেতৃত্বে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি সাংসদরা। তাঁদের প্রস্থানে আস্থাভোটে মহা বিকাশ আঘাদির জয় নিশ্চিত হয়ে যায়।