ভোট মিটতে না মিটতেই ইন্ডি জোটে ফাটল। বুধবার সন্ধ্যায় ইন্ডি জোটের বৈঠকে হাজির থাকছেন না শিবসেনা (উদ্ধব) গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, সাঙ্গলি আসনে গোঁজ প্রার্থী দিয়ে তাঁর দলের প্রার্থীকে হারানোয় কংগ্রেসের ওপর ক্ষুদ্ধ উদ্ধব। তার ওপরে গতবার বিজেপির সঙ্গে জোট করে তিনি রাজ্যে ১৮টি আসন পেয়েছিলেন। এবার কংগ্রেসের সঙ্গে জোট করে পেয়েছেন মাত্র ৯টি আসন।
আরও পড়ুন - মুসলিমরা চাকরি, পরিশ্রুত পানীয় জল, হাসপাতাল চান না, তারা চান শুধু তোষণ: শুভেন্দু
পড়তে থাকুন - কেউ যদি মনে করে থাকেন এই ফলে দুর্নীতি করার লাইসেন্স পেয়ে গেলেন, ভুল করছেন: শমীক
বুধবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডি জোটের ২৭টি দলের বৈঠক হওয়ার কথা। বৈঠকে যোগদান করতে ইতিমধ্যে একে একে দিল্লিতে পৌঁছতে শুরু করেছেন ইন্ডি জোটের নেতারা। এরই মধ্যে মহারাষ্ট্র থেকে খারাপ খবর এল বিরোধী জোটের জন্য। যার জেরে ধাক্কা খেতে পারে তাদের সরকার গঠনের স্বপ্ন। শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী সূত্রে জানা যাচ্ছে, বুধবার বিকেলের বৈঠকে যোগদান করবেন না তাদের গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে।
শিবসেনা (UBT) সূত্রে খবর, মহারাষ্ট্রের সাঙ্গলি আসনে শিবসেনা (UBT) গোষ্ঠীর প্রার্থী চন্দ্রহার পাটিলের বিরুদ্ধে কংগ্রেস নির্দল প্রার্থী দাঁড় করানোয় হাত শিবিরের ওপর ক্ষুব্ধ উদ্ধব। সাঙ্গলি আসনে চন্দ্রশেখর পাটিলের বিরুদ্ধে বিশাল পাটিলকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করায় কংগ্রেস। ওই আসনে বিজেপি প্রার্থী সঞ্জয় পাটিলকে প্রায় ১ লক্ষ ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নেন বিশাল পাটিল। সাঙ্গলিতে শিবসেনা UBT প্রার্থী চন্দ্রহার পাটিল পেয়েছেন মাত্র ৬১ হাজার ভোট। জোট ধর্ম ত্যাগ করে কংগ্রেস খোলাখুলি বিশাল পাটিলকে সমর্থন করায় জোটের বৈঠকে যেতে নারাজ উদ্ধব।
আরও পড়ুন - লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা, বললেন…
তবে কি উদ্ধবের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে বিজেপি? উদ্ধবের দিল্লি যাত্রা বাতিল হয়ে যাওয়ায় রাজনৈতিক মহলে ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্ধবের অবস্থানে এখন সবার নজর মহারাষ্ট্রের দিকে।