বিজেপির সঙ্গ ছেড়ে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গড়লেও হিন্দুত্ববাদী নীতি থেকে সরছে না শিবসেনা। রবিবার বিধানসভার বিশেষ অধিবেশনে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।এ দিন বিধানসভায় উদ্ধব বলেন, ‘আমি এখনও হিন্দুত্ববাদী নীতিতে বিশ্বাসী এবং আমার দল কখনও এই নীতি ত্যাগ করবে না।’প্রসঙ্গত, গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস অভিযোগ করেছিলেন যে, নিজের হিন্দুত্ববাদী নীতির সঙ্গে আপস করে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট গড়েছে শিবসেনা। তাঁর কথায়, ‘শিবসেনার হিন্দুত্ববাদী নীতি এখন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর পায়ে পড়ে রয়েছে। সবাই তা দেখতে পাচ্ছে।’এ দিন বিধানসভায় বিরোধী দলনেতা পদে দেবেন্দ্র ফডণবীস নির্বাচিত হওয়ার পরে উদ্ধব বলেন, ‘দেবেন্দ্র ফডণবীসের থেকে অনেক কিছু শিখেছি এবং আমি চিরকাল তাঁর বন্ধু থাকব। গত পাঁচ বছরে কখনও সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।’বন্ধুত্বের বাণী শোনালেও অবশ্য ফডণবীসের প্রতি কটাক্ষ করতে ছাড়েননি সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান মুখ্যমন্ত্রী কারণ যাঁরা আমার বিরোধিতা করতেন, এখন তাঁরাই আমার সঙ্গে রয়েছেনএবং যাঁদের সঙ্গে আমি এতদিন ছিলাম, আজ তাঁরাই বিরোধীর আসনে।’এরপর ফডণবীসকে উদ্দেশ্য করে উদ্ধব বলেন, ‘আপনাকে কখনও বিরোধী নেতা বলে সম্বোধন করব না। বরং আপনাকে দায়িত্ববান নেতা বলব। যদি সেই সময় আমাদের প্রতি ভালো ব্যবহার করতেন, তাহলে এতকিছু (বিজেপি-শিবসেনা জোটভঙ্গ) ঘটত না।’