উৎপল পরাশর
অসমে সমস্ত সরকারি কাজে অসমিয়া ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। অসমিয়া নববর্ষের প্রথম দিন থেকে এটি কার্যকর হচ্ছে।
'এই বোহাগ (অসমিয়া ক্যালেন্ডারের প্রথম মাস) থেকে শুরু করে, অসম বেশিরভাগ অংশ জুড়ে সমস্ত সরকারী বিজ্ঞপ্তি, আদেশ, আইন ইত্যাদির জন্য অসমিয়া বাধ্যতামূলক সরকারি ভাষা হবে। বরাক উপত্যকা ও বিটিআর (বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন) জেলায় যথাক্রমে বাংলা ও বোড়ো ভাষা ব্যবহার করা হবে।
রাজ্যপাল লক্ষ্মীপ্রসাদ আচার্যের নির্দেশে রাজ্যের পলিটিকার ডিপার্টমেন্টের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অসম মন্ত্রিসভা এই মাসের শুরুতে সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্ত সরকারি বিজ্ঞপ্তি, আদেশ অসমিয়া এবং ইংরেজি উভয় ভাষাতেই হবে। আগে প্রচলিত থাকলেও তা বাধ্যতামূলক ছিল না।
সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলকভাবে অসমিয়া ভাষা ব্যবহার করা হবে। সমস্ত সরকারি বিজ্ঞপ্তি, অফিস স্মারকলিপি, আইন, বিধি, বিধি, স্কিম নির্দেশিকা, বদলি এবং পোস্টিং অর্ডার ইংরেজি এবং অসমিয়া উভয় ভাষাতেই হতে হবে।
এতে উল্লেখ করা হয়, তিনটি জেলা নিয়ে গঠিত বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ইংরেজি ছাড়াও বাংলা ভাষা ব্যবহার করা হবে এবং চারটি জেলা নিয়ে গঠিত বিটিআরে সব অফিসের কাজে ইংরেজির সঙ্গে বোড়ো ভাষা ব্যবহার করা হবে।