জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তোলপাড় গোটা দেশ। মঙ্গলবার দুপুরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ৩ বাসিন্দাও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানান। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। স্বাভাবিকভাবে শাহকে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। অন্যদিকে, জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।
শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে আপাতত রয়েছে হামলায় নিহত পর্যটকদের দেহ।সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিহত প্রিয়জনের দেহ। অমিত শাহ ছাড়াও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ অন্য়ান্য শীর্ষ আধিকারিকরা সকলেই শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন।সেখানে শাহ আশ্বাস দিয়েছেন, 'ভারাক্রান্ত হৃদয়ে, পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছি। ভারত সন্ত্রাসবাদের কাছে নত স্বীকার করবে না। এই নৃশংস জঙ্গি হামলার সঙ্গে জড়িত অপরাধীদের রেয়াত করা হবে না।' পাশাপাশি আতঙ্কিত পর্যটকেদের সঙ্গে কথা বললেন শাহ। এরপর শাহ সেখান থেকে পহেলগাঁওয়ের সেই রিসর্টে যাবেন, যেখানে মঙ্গলবার দুপুরে হামলা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।এই আবহে বুধবার সকালেই একজন আইজির নেতৃত্বে জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন এনআইএ-র গোয়েন্দারা। জঙ্গি হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং স্থানীয় পুলিশকে সহায়তা করবেন তাঁরা। জানা গেছে, যে কোনও সময় ঘটনাস্থলে যাবেন এনআইএ-র দলটি।একই সঙ্গে পহেলগাঁওয়ের পর্যটকদের উপর প্রাণঘাতী হামলায় জড়িত তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতেই এই স্কেচ তৈরি করেছে পুলিশ। আততায়ীদের খোঁজ মেলার সঙ্গে সঙ্গে খবর দেওয়ার জন্যও স্থানীয় বাসিন্দদের অনুরোধধ জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।