এসে গেল বাংলা ধারাবাহিকের মার্কশিট। চলুন চট করে দেখে নেওয়া যাক, সেরা দশে কোন কোন ধারাবাহিক জায়গা পেল স্টার জলসা আর জি বাংলা থেকে। বিগত কয়েক সপ্তাহের মতো এবারেও পরশুরাম পয়লা নম্বরে। ৭.৪ রেটিং পেয়ে এবারেও জলসার ধারাবাহিকই টিআরপি টপার। যদিও পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জি বাংলার ফুলকি। রেটিং ৭.৩। ঠিক তার পরেই জগদ্ধাত্রী, ৭.০ রেটিংয়ের সঙ্গে। প্রায় আড়াই বছর পর, জি বাংলার জগদ্ধাত্রী দর্শক ধরে রেখেছে, গল্পে নতুন নতুন মোড় এনে।
পরশুরামের কাছে এবারেও স্লট হারাল জি বাংলার একসময়ের টিআরপি টপার ধারাবাহিক পরিণীতা। ৬.৫ রেটিং পেয়ে সোজা নেমে এল পঞ্চম স্থানে। অন্য দিকে, দ্বিতীয় স্থানে থাকা ফুলকির কাছে হেরে গিয়ে, রাঙামতি তীরন্দাজ পেয়েছে ৬.৬ রেটিং। রয়েছে চতুর্থ স্থানে। জগদ্ধাত্রীর কাছে স্লট হারিয়ে কথার হালও বেশ বেহাল।নম্বর উঠল মাত্র ৫.৬। নেমে গিয়েছে অষ্ঠম স্থানে।
টিআরপিতে সেরা পাঁচে না থাকতে পারলেও, গৃহপ্রবেশ কিন্তু স্লট ধরে রাখতে সক্ষম। রাত সাড়ে ৯টার স্লটে এই ধারাবাহিক রেটিং তুলল ৬.৪। আর জি বাংলার কোন গোপনে মন ভেসেছের নম্বর উঠল ৫.১। কোনো রকমে এই মেগা দশ নম্বর স্থানে। এবারে আর সেরা দশে নিজের জায়গা ধরে রাখতে পারল না মিত্তির বাড়ি ধারাবাহিকটি। ৫.৯ রেটিং পেয়ে সাত নম্বরে থাকা চিরসখা-র কাছে হেরে গিয়ে, মিত্তির বাড়ি পেয়েছে ৪.৪।
আরেক চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের প্রাপ্ত নম্বরও এবারে বেশ কম। টিআরপি রেটিং ৫.২। রয়েছে নবম স্থানে। উলটো দিকে থাকা গীতা এলএলবি অবশ্য পেয়েছে মাত্র ৩.৯।
দেখে নিন টিআরপি-র সেরা দশের তালিকা:
প্রথম: পরশুরাম (৭.৪)
দ্বিতীয়: ফুলকি (৭.৩)
তৃতীয়: জগদ্ধাত্রী (৭.০)
চতুর্থ: রঙামতি তীরন্দাজ (৬.৬)
পঞ্চম: পরিণীতা (৬.৫)
ষষ্ঠ: গৃহপ্রবেশ (৬.৪)
সপ্তম: চিরসখা/ অনুরাগের ছোঁয়া+রোশনাই(15 min) (৫.৯)
অষ্টম: কথা (৫.৬)
নবম: চিরদিনই তুমি যে আমার (৫.২)
দশম: কোন গোপনে মন ভেসেছে (৫.১)
এদিকে নতুন দুটি ধারাবাহিক শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। আসছে দাদামণি, আর রাণী ভবানী। ফলে বেশ কিছুটা বদলাচ্ছে ধারাবাহিকের সময়। এখন দেখার নতুন করে কোনো টপার পায় নাকি বাংলা ধারাবাহিক।
সঙ্গে চোখ রাখা যাক নন ফিকশনের দিকেও। আপাতত একটিই রিয়েলিটি শো চলছে। যা হল ডান্স বাংলা ডান্স। রেটিং মাত্র ৪.৫।