এই ছবিতে অভিনেতাদের লুক প্রকাশ্যে আনা হয়েছে। এই ছবিতে হৃত্বিক, পাওলি, পায়েল, ইশা ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মানসী সিনহা, রজতাভ দত্তর মতো অভিনেতারা। এই ছবিতে বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের গল্পকে বর্তমান সময়ের ছাঁচে ফেলে তৈরি করা হবে বলে খবর।
কমলেশ্বরের 'একটু সরে বসুন'
বনফুলের গল্প অবলম্বনে কমেডি ছবি বানাচ্ছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আর তাতেই অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, ইশা সাহা ও পায়েল সরকার। জানা যাচ্ছে, বাংলা সাহিত্যে ছোটগল্পের জাদুকর বনফুলের গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে ফেলে সাজানো হচ্ছে ছবি।
জানা যাচ্ছে ছবির গল্পের নাম ‘একটু সরে বসুন’। ইতিমধ্যেই এই ছবিতে অভিনেতাদের লুক প্রকাশ্যে আনা হয়েছে। এই ছবিতে হৃত্বিক, পাওলি, পায়েল, ইশা ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মানসী সিনহা, রজতাভ দত্তর মতো অভিনেতারা। এই ছবিতে বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের গল্পকে বর্তমান সময়ের ছাঁচে ফেলে তৈরি করা হবে বলে খবর।