শুক্রবার অভিনেতা ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা তাদের আসন্ন ছবি ছাভার প্রচারের জন্য হায়দরাবাদে ছিলেন। ছবিটির জানে তু শিরোনামের একটি গান লঞ্চ হল হায়দরাবাদে, সেখানে রশ্মিকার কাছে তেলুগুর তালিম নিলেন ভিকি।
ভিকিকে তেলুগু শেখাচ্ছেন রশ্মিকা মান্দানা
ভিকি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রচারমূলক অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন, এবং রশ্মিকাকে তেলুগু ভাষা শেখানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘প্রতিটি শব্দ মন থেকে বোঝাতে চেয়েছি। ধন্যবাদ হায়দরাবাদ’। ভিডিওতে রশ্মিকার শেখানো বুলি আওড়ান ভিকি। বলেন, ‘সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ হায়দরাবাদে আসতে পেরে আমি খুব খুশি।’
রশ্মিকাকে 'শিক্ষক' বলেও অভিহিত করেছেন ভিকি। নায়ক তেলুগুতে বলেছেন, ‘আমি আশা করি সবাই ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে ছবিটি দেখবেন এবং আমাদের সমর্থন করবেন।’ ভিকির মুখে তেলুগু শুনে খুশি সেখানকার জনতা।
১২ জানুয়ারি জিমে ওয়ার্ক আউট করার সময় পায়ে চোট পান রশ্মিকা মান্দানা। এখনও সেরে উঠেননি সুন্দরী। খোঁড়াতে খোঁড়াতেই সারছেন ছবির প্রচার, অনুষ্ঠানে যাচ্ছেন হুইলচেয়ারে। আর নায়িকাকে সারাক্ষণ আগলাচ্ছেন ভিকি। কখনও তাঁর হুইলচেয়ার ঠেলছেন, কখনও আবার হাত ধরে সিঁড়ি চড়তে সাহায্য করছেন। জেন্টালম্যান ভিকির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। কারুর মতে, ‘ক্যাটরিনা সত্যি লাকি’। আবার কেউ কেউ ভিকিকে সচেতন করে বলছেন, ‘অন্য নায়িকার এত্ত যত্ন! ক্যাটরিনা ভাবি কিন্তু সবটা দেখছেন’।
পরিচালক লক্ষ্মণ উতরেকরের ছাবার প্রেক্ষাপট মুঘল-মারাঠা সাম্রাজ্যের রক্তক্ষয়ী ইতিহাস। এক টুকরো ইতিহাসকে বড় পর্দায় তুলে ধরবেন ভিকি-রশ্মিকারা। এই ছবি শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাবা অবলম্বনে নির্মিত। ছত্রপতি শিবাজির মৃত্যুর পরে, মুঘলরা মারাঠা সাম্রজ্য দখল করতে মারিয়া হয়ে উঠেছিল, কিন্তু সেইসময় শিবাজির যোগ্য উত্তসূরী হিসাবে রুখে দাঁড়ান শম্ভাজি মহারাজ, শিবাজির জেষ্ঠ্যপুত্র যিনি ভারতীয় ইতিহাসে শম্ভূরাজ নামেও পরিচিত। এই চরিত্রেই দেখা যাবে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রশ্মিকা। ঔরঙ্গজেবের ভূমিকায় দেখা মিলবে অক্ষয় খান্নার। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
আসন্ন কাজ
রশ্মিকাকে শেষবার হিট ছবি পুষ্পা ২: দ্য রুল-এ দেখা গিয়েছিল, শীঘ্রই সলমন খানের সাথে সিকান্দার এবং আয়ুষ্মান খুরানার সাথে থামা-তে দেখা যাবে তাঁকে। 'ব্যাড নিউজ' ছবিতে শেষবার দেখা গিয়েছিল ভিকিকে, শিগগিরই রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।