শেষমেশ পচা শামুকেই পা কাটল বাংলাদেশের। সিলেটে জিম্বাবোয়ের কাছে সিরিজের প্রথম টেস্টে পরাজিত হলেন নাজমুল হোসেন শান্তরা। এমনটা নয় যে, জিম্বাবোয়ের কাছে এই প্রথমবার টেস্ট হারে বাংলাদেশ। তবে সময় গড়নোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেট কিছুটা হলেও সামনের দিকে এগিয়েছে। সেখানে জিম্বাবোয়ে পিছিয়েছে অনেকটা।
যার ফলেই দীর্ঘদিন টেস্টে বাংলাদেশকে হারাতে পারেনি জিম্বাবোয়ে। অবশেষে ৭ বছর পরে ফের জিম্বাবোয়ের কাছে টেস্ট হারের মুখ দেখল বাংলাদেশ ক্রিকেট দল। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৮ সালে শেষবার বাংলাদেশ যখন জিম্বাবোয়ের কাছে টেস্ট হারে, সেটি খেলা হয় এই সিলেটেই।
শেষ ১২ বছরে জিম্বাবোয়ের কাছে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট হারে বাংলাদেশ। ২০১৩ সালের এপ্রিলে হারারেতে জিম্বাবোয়ের কাছে টেস্টে পরাজিত হয় বাংলাদেশ। তার পরে চারটি টেস্টে বাংলাদেশ জয় তুলে নেয়। ২০১৮-র সিলেট টেস্টে হারের পরে ফের টানা তিনটি টেস্টে জয়ের মুখ দেখে বাংলাদেশ। এবার সেই জয়ের ধারাও ভেঙে যায় নাজমুলদের।
বাংলাদেশের প্রথম ইনিংস
সিলেটে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। তারা নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৯১ রানে। মোমিনুল হক ৫৬ ও নাজমুল হোসেন শান্ত ৪০ রান করেন। জিম্বাবোয়ের হয়ে ৩টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।
জিম্বাবোয়ের প্রথম ইনিংস
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৭৩ রানে। ব্রায়ান বেনেট ৫৭ ও শন উইলিয়ামস ৫৯ রান করেন। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৫টি ও নাহিদ রানা ৩টি উইকেট নেন। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৮২ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল-আউট হয় ২৫৫ রানে। নাজমুল হোসেন শান্ত ৬০, জাকের আলি ৫৮, মোমিনুল হক ৪৭ ও মাহমুদুল হাসান জয় ৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ের হয়ে একাই ৬টি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ২টি উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা।
জিম্বাবোয়ের দ্বিতীয় ইনিংস
প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য জিম্বাবোয়ের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭৪ রানের। তারা চতুর্থ দিনেই ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৪ রান তুলে নেয়। অর্থাৎ, এক দিন বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ লিড নেয় জিম্বাবোয়ে।
আরও পড়ুন:- অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেন ব্রায়ান বেনেট। তিনি ৫৪ রান করে আউট হন। ৪৪ রান করে সাজঘরে ফেরেন বেন কারান। ১৯ রানে নট-আউট থাকেন ওয়েলসি মাধেভেরে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েও বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেননি মেহেদি।