বলিউড অভিনেত্রী কাজলের 'মা' ছবিটি মুক্তির প্রথম দিনেই দর্শকদের মুগ্ধ করলেও সপ্তাহ গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটির আয় কমতে শুরু করেছে। এই ছবিটি একটি পৌরাণিক নাটক যা কাজলকে দেবী কালীর চরিত্রে চিত্রিত করেছে। মা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবির গল্প লিখেছেন সাইয়েন কোয়াড্রাস এবং এটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া।
ছবিটি প্রথম সপ্তাহান্ত পর্যন্ত একটি সম্মানজনক উপার্জন করলেও বর্তমানে সপ্তাহের দিনগুলিতে উপার্জন হ্রাস পেয়েছে। মঙ্গলবার অর্থাৎ পঞ্চম দিনে ছবিটি আয় করেছে ২.৭৫ কোটি টাকা। এর আগে সোমবার ছবিটি আয় করেছিল ২.২৫ কোটি টাকা, যা প্রথমদিনের তুলনায় ৬৮ শতাংশ কম। তবে পঞ্চম দিনে উপার্জন সামান্য হলেও বেড়েছে। ২৭ জুন, শুক্রবার মুক্তির দিন ছবিটি আয় করেছিল ৪.৬৫ কোটি টাকা, শনিবার ৬ কোটি এবং রবিবার ৭ কোটি টাকা আয় করেছিল ছবিটি। সেক্ষেত্রে এখনও পর্যন্ত এই ছবিটির মোট আয় করেছে ২২.৬৫ কোটি টাকা। প্রসঙ্গত, এই ছবির জন্য নির্মাতারা খরচ করেছেন মাত্র ৬৫ কোটি টাকা।
প্রসঙ্গত, ‘মা’-ছবিটিতে কাজলকে একজন মায়ের চরিত্রে দেখানো হয়েছে যিনি তার মেয়েকে রক্ষা করার জন্য কালীর রূপ ধারণ করেন। তাঁর এই অবতার দর্শকদের খুব পছন্দ হয়েছে। এই ভূমিকায় এর আগে কখনও দেখা যায়নি অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতেও কাজলের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। বক্স অফিসে ছবির গতি কিছুটা শ্লথ হলেও ছবির গল্প ও কাজলের অভিনয়ের কারণে এখনো ‘মা’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। এখন দেখার বিষয় সপ্তাহের দিনগুলোতে ছবিটি কতটা টিকে থাকতে পারে।