সদ্যই প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের TRP তালিকা। আর সেখানেই সেরা তিনে জায়গা করে নিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এবার দর্শকদের আগ্রহ বাড়তে গল্পে আসতে চলেছে নতুন বড়সড় টুইস্ট। এদিন চ্যানেলের তরফে সেটারই নতুন প্রোমো প্রকাশ্যে আনা হল।
আরও পড়ুন: 'তুমি যাকে ভালোবাসো' 'বুক' করে রেখেছিলেন সৃজিত! কোন ছবির জন্য? কেন দিয়ে দেন 'প্রাক্তন'কে? ফাঁস করলেন সত্য
কথা ধারাবাহিকের নতুন প্রোমো
কথা ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখান দেখা যাচ্ছে কথা চিঠি লিখে চলে গেছে। সেখানে পাচক মশাইকে বলে গেছে সে যেন তার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করে এবার। আর এই চিঠি দেখেই রেগে যায় এভি। তারা দুজন একে অন্যকে ভালোবাসলেও, পছন্দ করলেও এখনও কেউ কাউকে জানায়নি। ফলে কথার এই চিঠি দেখে সে তাকে 'টাইট' দেওয়ার ফন্দি আঁটে।
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন কুণাল
এভি বলে, 'এত পাকা না এই গোবরদেবী! দেখাচ্ছি মজা।' বলে সে কায়দা করে কথার কাছে খবর পৌঁছায় যে সে সত্যি বিয়ে করছে। আর পাত্রীর নাম কনকচাঁপা। আর সেটা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠে নায়িকা।
অন্যদিকে দেখা যায় এভি কনকচাঁপাকে বিয়ে করছে, সাতপাকে ঘুরছে আর তখনই সেখানে হাজির হয় নায়িকা। তাও বটি হাতে। বরকে ধাক্কা মেরে সরিয়ে কনকচাঁপাকে মারতে গিয়েই হতভম্ব হয়ে যায় সে। আদতে কনকচাঁপা হিসেবে কে ছিল? কী ঘটবে এবার সেটা জানা যাবে সিরিয়াল দেখলেই।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'শেষ সিনটা ফাটাফাটি।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'হেব্বি লাগল প্রোমোটা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এবার জমবে।'
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াই জগদ্ধাত্রী-কোন গোপনের! এই সপ্তাহে সবাইকে ছাপিয়ে TRP টপার হল পরিণীতা নাকি ফুলকি?
আরও পড়ুন: 'গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো বলতে পারছি না', হঠাৎ কেন এমন বললেন অঞ্জন দত্ত?
কথা ধারাবাহিক প্রসঙ্গে
কথা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যায় সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যকে। এই ধারাবাহিকটি রোজ সন্ধ্যা ৭টা নাগাদ স্টার জলসার পর্দায় দেখা যায়।