মায়ের পথেই হেঁটেছেন কঙ্কনা সেন শর্মা। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে তিনি পরিচালনার দিকেই বিশেষ মনোনিবেশ করেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন তাঁর সমসাময়িক তারকাদের সন্তানদের মতো তাঁর ছেলে অত ভাইরাল বা সেলিব্রিটি হয়নি। নিজেকেও তিনি নেপো কিড বলে মানতে অস্বীকার করলেন।
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী?
আরও পড়ুন: রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
কী জানিয়েছেন কঙ্কনা?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্কনা সেন শর্মা জানিয়েছেন তিনি নিজেকে নেপো কিড বলে মনে করেন। কারণ হিসেবে দিয়েছেন নিজের যুক্তিও। অভিনেত্রীর কথায়, 'অপর্ণা সেন সেরম ভাবে কি স্টার? উনি অবশ্যই একজন সফল কমার্শিয়াল মূলধারার বাংলা চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। কিন্তু আমি যখন কিশোরী, ততদিনে মা সানন্দা এডিট করছেন, একটু অলটারনেটিভ, স্বাধীন ভাবে সিনেমা বানাচ্ছেন কাজেই মা তো সেভাবে শুধু বাংলার, বাঙালি তারকা ছিলেন না। ওঁর আরও অনেকগুলো পরিচিতি ছিল, আছে।'
এদিন তিনি মায়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও বলেন, 'মা একজন ফেমিনিস্ট আইকন, তিনি একজন স্কলার এবং অ্যাকাডেমিক, কবিতা পাঠ করা, বা সানন্দা ম্যাগাজিনটা চালানো, পরিচালক, এডিটর... তো নানা রূপে দেখেছি তো মাকে, তাই আমি বুঝি না আমি কি আদৌ নেপো বেবি? আমি জানি না। আমার কখনই ওরম ভাবে কোনও তারকা ছিলেন না। তো, আমি জানি না।'
কঙ্কনা সেন শর্মা এদিন যে খালি নিজেকে নেপো কিড বলে মানেননি সেটাই নয়, তিনি সম্প্রতি জানিয়েছেন তাঁর ছেলেকেও বাকি তারকাদের সন্তানদের মতো পাপারাৎজিরা জ্বালায়নি। অভিনেত্রীর কথায়, 'খুব বড় বলিউডি স্টারদের বাচ্চাদের সঙ্গে কিন্তু এরম হয়। কিন্তু আমি খুব সৌভাগ্যবতী যে আমায় কোনও মিডিয়া এভাবে হ্যারাস করে না। আমার এটা খুব অমানবিক লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের উপর এতগুলো ক্যামেরা, এতগুলো লোক। আমি কিছুটা ছোটবেলায় দেখেছি কারণ মা তো অভিনেত্রী ছিল। অনেক সময় হতো যে লোকজন ঘিরে ধরত। তখন ছোট হিসেবে মনে হতো ও বাবা এত লোকজন। বাচ্চাদের কাছে এটা একটা ভীতির বিষয়। আমি দেখেছি ওটা। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে বলব যে এরম কোনও দিন করা হয়নি। মানুষ আমায় অভিনেত্রী হিসেবে সম্মান করে। করিনার বেচারা ছেলে দুটো.... ওরাও সেলিব্রিটি হয়ে গেছে। তো সেই লেভেলে তারকা হলে এই সমস্যা হয়। আমার ক্ষেত্রে এখনও এই সমস্যা হয়নি।'