অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের সেলিব্রেশন হয়েছে পুরোদমে। আগের মতো এটি ছিল আবারও তারকা-খচিত। সেলিব্রিটিরা তাঁদের ধামাকাদার পারফরম্যান্স দিয়ে মঞ্চ আলোকিত করেন।এবার তাঁদের হাই-প্রোফাইল অতিথিদের জন্য কী খাবার পরিবেশিত হয়েছিল, তার সম্পর্কে জানা গিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলি অনুযায়ী, হবু আম্বানি দম্পতি ক্রুজে থাকা তাঁদের অতিথিদের জন্য বিখ্যাত ক্যাফে থেকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের ব্যবস্থা রেখেছেন।
আরও পড়ুন: (প্রেম নিয়ে জল্পনা জারি! ‘ঝগড়াটাই আর্শীবাদ’, কেন ১৫ বছর দূরে ছিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ?)
একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে যে সেলিব্রিটি ক্রুজে থাকা অতিথিদের জন্য বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে থেকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার ছিল মেনুতে। ক্যাফের অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট এই ইভেন্টে দক্ষিণ ভারতীয় খাবার পরিবেশন করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা তুলে ধরেছে।
‘এখনও আরেকটি মাইলফলক, ক্যাপের আরেকটি পালক। আমরা স্পেনের@সেলিব্রেটিক্রুজেসে বিশ্বের সেরা প্রি-ওয়েডিং এর উদযাপনের অংশ হতে পেরে আনন্দিত।@therameshwaramcafe হল দক্ষিণের একমাত্র রেস্তোরাঁ যেখানে ভারতের সেরা দক্ষিণের খাবার পরিবেশন করা হয়।’
ভক্তদের সেরা খাবার পরিবেশনের পাশাপাশি, হবু বর-কনে বিভিন্ন আন্তর্জাতিক গায়কদের জমকালো পারফরমেন্সের জন্য ব্যবস্থা করেছেন। সঙ্গীত শিল্পী ক্যাটি পেরি থেকে শুরু করে মিউজিক ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ কেউই এই বিলাসবহুল ক্রুজে পারফর্ম করতে বাদ পড়েননি।
অপরদিকে, শনিবার, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং ব্যাশের ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োতে গুরুকে মঞ্চে পারফর্ম করতে দেখা যাচ্ছে। গাইছেন তার হিট ট্র্যাক ‘মরনি বাঁকে’। ক্লিপে,গুরু রণবীরকে মঞ্চে আমন্ত্রণ জানান,যার ঠিক পরে রণবীর তাঁর উদ্যমী মুভ নিয়ে ডান্স ফ্লোর দখল করেন। দর্শকের তরফ থেকে রণবীরের জন্য উল্লাস করতে শোনা যায়। রণবীরের পরনে ছিল একটি কালো পোশাক, ‘নাইট ভাইব’ বজায় রাখার জন্য নিজের চুল খোলাই রেখেছিলেন সেই সন্ধ্যেতে।
বিলিয়নিয়ার মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতির মেয়ে রাধিকা মার্চেন্ট আগামী ১২ই জুলাই মুম্বইতে বিয়ে করতে চলেছেন৷ এই দম্পতি মার্চ মাসে জামনগরে একটি ৩-দিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিবাহের উদযাপন শুরু করেছিলেন৷ উদযাপন এপ্রিল এবং মে মাস ধরে চলতে থাকে। দম্পতি তাঁদের বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য অন্তরঙ্গ আয়োজন করেন।তাঁদের প্রি-ওয়েডিং এর পরবর্তী পর্বটি ইতালির পালেরমোতে বিলাসবহুল ক্রুজ জাহাজে অনুষ্ঠিত হয়।