২০২১-এ বিধানসভা ভোটের আগে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ছোটপর্দার 'ঝিলিক' শ্রীতমা ভট্টাচার্য। ২০২২-এর পুরসভা ভোটে টিকিটও পেয়েছিলেন। সেবার কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়ে ভোটে লড়েন এবং জিতে কাউন্সিলরও হন শ্রীতমা। আর এবার ১ জুন শেষ দফার লোকসভা নির্বাচনে কলকাতায় যখন ভোট হচ্ছে, তখন পাকা রাজনীতিকের মতোই ঘোরফেরা করতে দেখা গেল অভিনেত্রীকে। শনিবার সকাল থেকে কামরহাটির বুথে ঘুরতে দেখা গেল শ্রীতমা ভট্টাচার্যকে।
এদিন সকালে মারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমাকে বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দিতে দেখা যায়। ঠিক কী বলেন শ্রীতমা?
শ্রীতমা ভট্টাচার্যকে বলতে শোনা গেল, ‘এখন কাউকে ভোট দিতে দেবেন না। আগে অফিসাররা এসে আলো ঠিক করবে, তারপর ভোট হবে। এখন কেউ ভোট দেবেন না।’
এদিন বুথ থেকে বের হয়ে অভিনেত্রী তথা তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, ‘ওই বুথে ইভিএমের উপর ঠিক করে আলো পড়ছে না। তাই বয়স্ক মানুষদের ঠিক মতো প্রতীক বা নাম বুঝতে অসুবিধা হচ্ছে। তাই আলো ঠিক করার অনুরোধ করি’। এরপর বেলা বাড়ার পরও আলো ঠিক না হওয়ায় প্রিসাইডিং অফিসারকে ভোট থামিয়ে দেওয়ার অনুরোধ করেন শ্রীতমা।
শ্রীতমার এই পদক্ষেপে কামারহাটি বিধানসভার ২৯ নম্বর বুথে বেশকিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আলো ঠিক হলে ফের ভোটগ্রহণ শুরু হয়।