শেষ হল দুই শালিকের পথ চলা। মাত্র কয়েক মাসেই দাঁড়ি পড়ল আঁখি ঝিলিকের গল্পে। বুলেট সরোজিনী এই ধারাবাহিকের জায়গা নিল। আর তারপরই একটি আবেগঘন পোস্ট করলেন এই ধারাবাহিকের অন্যতম নায়ক সায়ন বসু। কী লিখলেন?
আরও পড়ুন: স্পষ্ট বেবি বাম্প, গর্ভের সন্তানকে নিয়ে নজরকাড়া লুকে মেট গালায় ডেবিউ কিয়ারার
কী ঘটেছে?
এদিন দুই শালিক ধারাবাহিকের সফর ফুরাতে এই ধারাবাহিকের গোটা টিমের একটি ছবি পোস্ট করেন সায়ন। সঙ্গে লেখেন একটি আবেগঘন পোস্ট। লেখেন, 'আমরা খালি একটা শো ছিলাম না। আমরা একটা প্যাচওয়ার্ক ছিলাম ভালোবাসা, মজার। ছিল ভরপুর নাটক, সারাক্ষণ কিচিরমিচির লেগেই থাকত। একটা যেন সুন্দর মেস। আলাদা আলাদা গল্প, একটাই পরিবার। দুই শালিক। পুনশ্চ: এটা কোনও র্যাপ আপ পোস্ট নয়।'
সায়ন এই পোস্ট করতে, এবং দুই শালিক শেষ হতে আবেগঘন হয়ে পড়েছেন দর্শকরাও। এক ব্যক্তি লেখেন, 'এখন পর্যন্ত একটা পর্বও মিস করিনি দুই শালিক নাটকের। টিভিতে না দেখতে পারলে মোবাইলে দেখেছি। এত্ত প্রিয় নাটকটা। এত্ত তাড়াতাড়ি শেষ না করলেও পারত। সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছিলাম কাহিনি ভালো লাগতো না বলে। শুধু প্যাঁচাল। দুই শালিকের প্রোমো দেখেই মনে হল অন্য রকম গল্প। শুরু থেকেই দেখেছি। কোনও পর্ব মিস করিনি। খুব মিস করব দুই শালিকের পুরো টিমকে। পুরো নাটকটাকে।' আরেকজন লেখেন, 'স্টার জলসা জানি না দুই শালিক এর প্রতি কেন এইরকম করলেন, অনেক কিছু অসম্পূর্ণ থেকে গেল। যেমন, গার্গী আর পল্টুর মিল হতে পারত। যেটা দর্শকরা চেয়ে ছিল। অনিমেষ রায়ের দাদা যিনি মুখোশের আড়ালে ছিলেন তার মুখ দর্শকদের দেখানো হল না। গয়নাগুলো চুরি হওয়ার পর অনিমেষ রায়ের সম্মান ফিরিয়ে দেওয়া। দেবার কমলা মাসীকে আর দেখতেই পেলাম না। অনিমেষ রায়ের দাদার সঙ্গে যে মেয়েটা ম্যাজিক দেখাতো যখন পুলিশ সবাইকে থানায় নিয়ে গেল, ওই মুখোশ পরা মেয়েটিকে আর দেখানো হল না, এইরকম ছোটখাটো দুই শালিক সিরিয়ালটাতে অনেক কিছু অপূর্ণ থেকে গেছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুব মিস করব সবাইকে, খুব ভালো লাগত সিরিয়ালটা।'
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে

আরও পড়ুন: 'খাকি ২' -র পর এবার বলিউডেই মন? পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা হলেন জিৎ? আভাস দিয়ে ঋতাভরী লিখলেন...
প্রসঙ্গত ৫ মে থেকে দুই শালিক ধারাবাহিকের জায়গায় শুরু হয়েছে বুলেট সরোজিনী। এখানে দেখা যাবে ত্রিকোণ প্রেমের গল্প। মুখ্য ভূমিকায় থাকবেন দিয়া বসু, অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে শ্রীময়ী চট্টরাজ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, নিশান্তিকা দাস, প্রমুখ।