বিগত কয়েক সপ্তাহ ধরে একটু কমেছে কথা ধারাবাহিকের নম্বর। টিআরপিতে আরও ভালো ফল করতে নিত্য নতুন চমক আসছে কথা ধারাবাহিকে। এবার যে প্রোমো প্রকাশ্যে এল তাতে বেশ স্পষ্ট যে গল্পের মোড় একদমই অন্যদিকে ঘুরবে। এখানে নতুন রূপে, নতুন নামে এন্ট্রি নিল নায়িকা। গুহ বাড়িতে ঢুকেই সেই ধুন্ধুমার কাণ্ড ঘটাল। বাদ গেল না এভির গাড়ি।
আরও পড়ুন: সন্তান আসার আর কিছু সময়ের অপেক্ষা, মা হওয়ার আগেই ফের মিশকা হয়ে অনুরাগের ছোঁয়ায় ফিরছেন অহনা?
আরও পড়ুন: কবিতা-ছবিতে ভর্তি হাতে বানানো কার্ড পেলেন সোহিনী! শোভন নয়, কার থেকে পেলেন এই 'দামী উপহার'?
কী ঘটেছে?
স্টার জলসার তরফে এদিন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ডিনার টেবিল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কথা ওরফে বুলি। হ্যাঁ, সে এই নামেই এন্ট্রি নিয়েছে। উঠেই বাড়ির সবার কাছে চায়ের আবদার করে সে। বুলিকে দেখেই তারা সবাই বলে ওঠে, 'এ যে অবিকল কথা মা।'
এত কথার মাঝে নায়িকা ফের বলে, 'কথা পরে হবে, আজ তোমাদের বাড়িতে প্রথম দিন আগে চা খাই। আরে উনুন কোথায় গেল?' উনুন খুঁজে না পেয়ে ঘুঁটে দিতে শুরু করে কথা, ওরফে বুলি। কিন্তু কোথায়? গাড়িতে ঘুঁটে দিতে থাকে সে। আর সেই গোবরের গন্ধ পায় এভি! সে বাইরে এসে গাড়ি জুড়ে গোবর দেখে ক্ষেপে যায়। আর তখনই দেখা হয় দুজনার। বুলি বলে ওঠে, 'এই ঘুঁটে দিয়ে উনুন জ্বালিয়ে চা খাবে বুলি।'
দুজনের এই ফের দেখায় গল্পের মোড় কোন দিকে ঘোরে সেটাই এখন দেখার। এই প্রোমো প্রকাশ্যে আসার পর বেশ খুশি দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'সেই গোবরদেবী, এর পরেও কারও মনে হচ্ছে যে ও নয়।' আরেকজন লেখেন, 'এটাই তো চাইছিলাম। আগামী পর্বগুলো এক্সাইটিং হবে যে বোঝাই যাচ্ছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'নতুন গল্প, নতুন ভাবে গল্প বলা হবে। দারুণ কামব্যাক। ভালো লাগল প্রোমো।'
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে

আরও পড়ুন: সন্তান আসার আর কিছু সময়ের অপেক্ষা, মা হওয়ার আগেই ফের মিশকা হয়ে অনুরাগের ছোঁয়ায় ফিরছেন অহনা?
কথা ধারাবাহিক প্রসঙ্গে
কথা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় আছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচারিত হয় এই মেগা।