তাঁর গান ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। অরিজিৎ সিংয়ের কণ্ঠে মুগ্ধ আসমুদ্রহিমাচল। কিন্তু জানেন কি, মুর্শিদাবাদের ছেলের গান আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের মন জয় করে নেয়?
২০২১-এর শেষ দিনে নিজের পছন্দের গানগুলির একটি তালিকা টুইটারে প্রকাশ করেন অ্যান্টনি। সেখানে জায়গা করে নিয়েছিল অরিজিতের গাওয়া বাংলা গান। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'চিরদিনই তুমি যে আমার ২' ছবিতে 'একা একেলা মন' গেয়েছিলেন তিনি। সেই গানের লোফাই ভার্সনে মুগ্ধ অ্যান্টনি। খবরটি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়েছিলেন গায়কের অনুরাগীরা। বয়েছিল আবেগের বন্যা।
'চিরদিনই তুমি আমার ২'-এর এই গানটির সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। গীতিকার প্রসেন। জিতের সঙ্গে একাধিক কাজ করেছেন অরিজিৎ।

দিন কয়েক আগে এক বেসরকারি সর্বভারতীয় অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের একাধিক বাংলা গান গেয়েছিলেন অরিজিৎ। প্রাদেশিকতা এবং ভাষার লড়াইয়ের আবহে তাঁর এই উদ্যোগ অনুরাগীর প্রশংসা কুড়িয়েছিল।
সাফল্য ছুঁতে বেশ কিছু ধাপ পার করতে হয়েছিল অরিজিৎকে। সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল ‘ফেম গুরুকুল’। ২০০৫ সালে গানের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু ষষ্ঠ স্থান পেয়ে ছিটকে যান প্রতিযোগিতা থেকে। কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন অরিজিৎ। দীর্ঘ অধ্যাবসায় এবং পরিশ্রমের পর পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে।