‘এখানে আকাশ নীল’, ‘রাজযোটক’, ‘জতুগৃহ’, ‘আসছে আবার শবর’, ‘শহরের উষ্ণতম দিনে’ সহ একাধিক ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করেছেন অনামিকা চক্রবর্তী। যদিও এই মুহূর্তে তিনি নিজের সংসার নিয়েই ভীষণ ব্যস্ত। অনামিকার স্বামী উদয় প্রতাপ সিং এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে।
কিছুদিন আগেই দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেছেন অনামিকা। সংসার ভাঙ্গনের গল্প যেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে উদয়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। নিজে অভিনয় থেকে দূরে থাকলেও স্বামীকে সবসময় সঙ্গ দেন তিনি। বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি উদয়ের সঙ্গে মন্দারমনিও ঘুরে এলেন অনামিকা।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
তবে ওই যে কথাতে আছে, একটা জীবনের সবকিছু পাওয়া যায় না। এই কথাটা প্রযোজ্য অনামিকার ক্ষেত্রেও। সবকিছু থাকা সত্ত্বেও আজও তিনি নিজের বাবাকে ভীষণভাবে মিস করেন। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন তিনি, কিন্তু এখনও সেই স্মৃতি উজ্জ্বল, আর তাই ২৮ বছর পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি শেয়ার করলেন অনামিকা।
বাবার দুটি ছবি কোলাজ করে শেয়ার করেছেন অনামিকা যার মধ্যে প্রথমটিতে বাবার একার ছবি এবং দ্বিতীয়টিতে বাবার সঙ্গে অনামিকাকে হাসিমুখে ছবি তুলতে দেখা যাচ্ছে। ছবি দুটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি কোনওদিন আমার বাবার ছবি শেয়ার করিনি কিন্তু ভাবলাম এত বছর হয়ে গেল ২৮ টা বছর একবার তো দেখাতেই পারি আমার বাবাকে। যেখানেই থাকো ভালো থেকো এইটুকুই কামনা করি প্রতিদিন।’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
অভিনেত্রীর আবেগঘন পোস্টে কমেন্ট করে অনেকেই ভালোবাসা জানিয়েছেন অনামিকাকে। কেউ কেউ আবার পুরনো যুগের নায়কের সঙ্গেও তুলনা করেছেন অনামিকার বাবাকে। তবে অনামিকা জানিয়েছেন, নায়ক নয় বরং তার বাবা ছিলেন একজন মিউজিসিয়ান।