বরাবরই মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করে এসেছেন কঙ্কনা সেনশর্মা। কোনও গথে বাঁধা নির্দিষ্ট ছাঁচে তিনি যেমন নিজের ব্যক্তিজীবনকে রাখেননি, তেমনই পর্দাতেও নির্দিষ্ট কোনও অবতারে দর্শকদের সামনে বারবার হাজির হননি। এবার হার্পার বাজার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে লিঙ্গ-র প্রসঙ্গ উঠতেই নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে অস্বীকার করলেন কঙ্কনা। বলি-অভিনেত্রীর কথায়, 'আমি নিজেকে একজন নারী হিসেবে মোটেই দেখি না। বরং বলা ভালো, একজন 'নিউট্রাল' মানুষ বলে মনে করি। লিঙ্গ তো আসলে একটি শিখিয়ে পড়িয়ে দেওয়া বিষয়, যা আমি ব্যক্তিগতভাবে একদমই বিশ্বাস করি না। ধরুন, যখন কোনও চরিত্রের জন্য আমাকে পর্দায় দারুণ নারীসুলভ আচরণ করতে হয়, তখন তা রীতিমতো আমাকে শিখতে হয়। নিজেকে এককথায় অ্যান্ড্রোজিনাস বলেই মনে হয় আমার।' প্রসঙ্গত,যে ব্যক্তির মধ্যে পুং ও স্ত্রী উভয় লিঙ্গের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাঁকে অ্যান্ড্রোজিনাস বলা হয়। এখানেই থামেননি কঙ্কনা। ওই সাক্ষাৎকারে স্পষ্ট কথায় বলেছেন, ' আর একটি কথা বুঝেছি। সহবাস ব্যাপারটি আমার জন্য নয়। আমার মনে হয় যেকোনও সম্পর্ককে তা নষ্ঠ করে দিতে পারে। নিজস্ব ঘর, বাথরুমের ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে। আর আমি রাতে প্রায় জেগেই থাকি। সুতরাং, সেই সময়ে নিজের ব্যক্তিগত কাজটাজ সেরে নিই, নিজের মত করে। সেইসময়টি আমার একা থাকা দরকার।'