২০২২-এর ২০ নভেম্বর ছিল সেই অভিশপ্ত দিন। যেদিন সকলকে কাঁদিয়ে মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ‘ইউয়িং সারকোমা’-র রোগী ছিলেন তিনি। এই ধরনের ক্যানসার সাধারণত সহজে পিছু ছাড়ে না। চিকিৎসকদের ধারণা ক্যানসারই ফিরে এসেছিল ঐন্দ্রিলার শরীরে। ব্রেন স্ট্রোকের পর তিনি কোমায় চলে যান। আর বাড়ি ফেরা হয়নি ঐন্দ্রিলার।
তবে ঐন্দ্রিলা না থেকেও আছেন। তাঁর সমস্ত স্মৃতি বহু যত্নে বাঁচিয়ে রেখেছে তাঁর পরিবার। প্রায়দিনই মা শিখা শর্মা কিংবা দিদি ঐন্দ্রিলা শর্মার সোশ্যাল মিডিয়ার পাতায় জীবন্ত হয়ে ওঠেন ঐন্দ্রিলা। মঙ্গলবার আরও একবার চিকিৎসক দিদি ঐশ্বর্য শর্মার সোশ্যাল মিডিয়ার পাতায় ফিরে এল ঐন্দ্রিলার স্মৃতি। ছবিটি অবশ্য বেশ পুরনো। হঠাৎ স্মৃতির অ্যালবাম হাতড়ে বোনের সেই ছবি খুঁজে পেয়েছেন ঐন্দ্রিলা। ছবিটিটি পোস্ট করে ঐশ্বর্য লিখেছেন, ‘আমি তখন ক্লাস সেভেন, বোনু তখন ক্লাস ফোর।’