বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Bhangar Lok Sabha Election Violence: ভাঙড়ে ISF প্রার্থীর গাড়িতে হামলা, ভোটের সকালে রাস্তায় গড়াগড়ি খেল তাজা বোমা
পরবর্তী খবর
ভোটের রাতেই আইএসএফ প্রার্থীর গাড়ির উপর হামলা ভাঙচুরের অভিযোগ ভাঙড়ে। জানা গিয়েছে, ভোটের কয়েক ঘণ্টা আগে রাতে ভাঙড় এক নম্বর ব্লকের রানিগাছি এলাকায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ হয়। অভিযোগ, এরপরে আইএসএফের এজেন্টে তুলে নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে আইএসএফ প্রার্থী নূর আলম খান ঘটনাস্থলে যান। সেই সময় প্রার্থীর গাড়ি ধাওয়া করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে সেই কাচ ভেঙ্গে যাওয়া গাড়িতে করেই ভাঙড় থানায় হাজির হন আইএসএফ প্রার্থী। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুরো ঘটনার বিষয়ে তদন্তে নামে ভাঙড় থানার পুলিশ। (লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটের যাবতীয় লাইভ আপডেট জানতে ক্লিক করুন)