বাংলা নিউজ > ক্রিকেট > India vs England 1st T20I Live- ইডেনে দুরন্ত জয় ভারতের, ৭ উইকেটে ইংরেজ বধ, ৪৩ বল বাকি থাকতেই জয়
India vs England 1st T20I Live- ইডেনে দুরন্ত জয় ভারতের, ৭ উইকেটে ইংরেজ বধ, ৪৩ বল বাকি থাকতেই জয়
4 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2025, 10:07 PM IST লেখক Moinak Mitra
India vs England 1st T20I Live- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দুরন্ত জয় ভারতের। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে কার্যত পর্যুদস্ত করেই হারাল সূর্যকুমার যাদবের ভারত। অর্ধশতরান করেন অভিষেক শর্মা, ভারতের হয়ে তিন উইকেট বরুণ চক্রবর্তির
ইডেনে ইংল্যান্ডের সামনে ভারত। ছবি- এএনআই
India vs England 1st T20I Live- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দুরন্ত জয় ভারতের। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে কার্যত পর্যুদস্ত করেই হারাল সূর্যকুমার যাদবের ভারত। অর্ধশতরান করেন অভিষেক শর্মা, ভারতের হয়ে তিন উইকেট বরুণ চক্রবর্তির
৪৩ বল বাকি থাকতেই প্রথম টি২০ ম্যাচে সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। সিরিজ ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লুজরা। সিমিত ওভারের ফরম্যাটে জয় দিয়ে বছর শুরু টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ডের পরের টি২০ ম্যাচ ২৫ জানুয়ারি চিদাম্বরম স্টেডিয়ামে
22 Jan 2025, 10:02 PM IST
প্রথম টি২০ ম্যাচ জয় ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ দুরন্ত জয় ভারতের। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে কার্যত পর্যুদস্ত করেই হারাল সূর্যকুমার যাদবের ভারত। অর্ধশতরান করেন অভিষেক শর্মা, ভারতের হয়ে তিন উইকেট বরুণ চক্রবর্তির।
22 Jan 2025, 09:53 PM IST
আউট অভিষেক শর্মা
১২ ওভারে আদিল রশিদের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে আউট হলেন অভিষেক শর্মা, ৩৪ বলে করলেন ৭৯ রান
22 Jan 2025, 09:50 PM IST
১১ ওভারে ভারত ২ উইকেটে ১১৬
১১ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ১১৬, জয়ের জন্য আর প্রয়োজন ১৭ রান। ৭১ রানে ব্যাটিং করছেন অভিষেক শর্মা, ১৪ রানে খেলছেন তিলক বর্মা
22 Jan 2025, 09:48 PM IST
নবম ওভারে অর্ধশতরান করলেন অভিষেক শর্মা
ইডেনে দুরন্ত ব্যাটিং করছেন অভিষেক শর্মা, নবম ওভারেই অর্ধশতরান পূরণ করেন তিনি। দশ ওভারের মধ্যেই ভারত পৌঁছে যায় ১০০র গণ্ডি
22 Jan 2025, 09:35 PM IST
অষ্টম ওভার শেষে ভারত ২ উইকেটে ৮৩, অর্ধশতরানের কাছে অভিষেক
অষ্টম ওভারে আদিল রশিদকে পরপর তিনটি বাউন্ডারি মারলেন অভিষেক শর্মা, প্রথম তিনটি বলে একটিও রান নেননি অভিষেক। এরপর চতুর্থ বলে চার মারেন। পঞ্চম এবং ষষ্ঠ বলে পরপর দুটি ছয় মারেন তিনি
22 Jan 2025, 09:33 PM IST
ভারত ৭ ওভারে ৬২
ভারতীয় দলের জয়ের জন্য আর বাকি ৭৮ বলে ৬৬ রান। ২ উইকেটে টিম ইন্ডিয়ার স্কোর ৭ ওভারে ৬২, জোফ্রা আর্চারের সপ্তম ওভারে এল ৪ রান
22 Jan 2025, 09:19 PM IST
একই ওভারে আউট সূর্যকুমার যাদব , ৫ওভারে ভারত ৪৫/২
পঞ্চম ওভারের চতুর্থ বলে জোফ্রা আর্চারের বিরুদ্ধে বড় শট খেলতে গেলেন সূর্যকুমার যাদব, বল উঁচুতে উঠল। দৌড়ে গিয়ে ক্যাচ নিলেন ফিল সল্ট
22 Jan 2025, 09:18 PM IST
ভারতের প্রথম উইকেটের পতন
পঞ্চম ওভারে জোফ্রা আর্চারের বলে আউট সঞ্জু স্যামসন, ডিপে ক্যাচ তুলে দিয়ে ২৬ রানে আউট সঞ্জু, ভারত ১ উইকেটে ৪১
22 Jan 2025, 09:14 PM IST
৪ ওভারে ভারত বিনা উইকেটে ৩৯
ভারতীয় দল শুরুটা ভালোই করল ব্যাট হাতে, ৪ ওভারের মধ্যেই ৩৯ রান তুলে নিলেন অভিষেক-সঞ্জুরা
22 Jan 2025, 09:07 PM IST
৩ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৩৩
জোফ্রা আর্চারের ওভারে ১০ রান তুললেন অভিষেক শর্মা, মারলেন ১টি ছয় এবং ১টি চার
22 Jan 2025, 09:05 PM IST
এক ওভারে পাঁচটা বাউন্ডারি সঞ্জুর
ম্যাচের দ্বিতীয় ওভারে গাস আটকিনসনকে চারটি চার এবং একটি ছয় মারলেন সঞ্জু স্যামসন, ভারতের স্কোর ২ ওভারে ২৩
22 Jan 2025, 08:55 PM IST
ভারতের ইনিংস শুরু
প্রথম ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১ রান
22 Jan 2025, 08:41 PM IST
ভারতীয় দলের টার্গেট ১৩৩
ভারতের হয়ে আর্শদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। বরুণ চক্রবর্তি নেন ৩ উইকেট
22 Jan 2025, 08:40 PM IST
২০ ওভারে ইংল্যান্ড ১৩২/১০
শেষ ওভার বোলিং করেন হার্দিক পাণ্ডিয়া। দ্বিতীয় বলে চার মারেন জোফ্রা আর্চার, চতুর্থ বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ তুলে দেন আর্চার। শেষ বলে মার্ক উড রান আউট হন, সঞ্জু স্যামসন রানআউট করেন
গাস আটকিনসনকে স্টাম্প আউট করে সাজঘরে ফেরালেন সঞ্জু স্যামসন, উইকেট অক্ষরের ঝুলিতে। পরের ওভারের শুরুতেই বরুণকে ছয় মারেন বাটলার। দ্বিতীয় বলেই আউট করেন বাটলারকে, নীতীশ রেড্ডির হাতে ক্যাচ আউট
22 Jan 2025, 08:16 PM IST
১৫ ওভার শেষে ৬ উইকেটে ইংল্যান্ড ৯৯
১৫তম ওভারে মাত্র ২ রান দিলেন রবি বিষ্ণোই
22 Jan 2025, 08:13 PM IST
১৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৯৭
জেমি ওভার্টনকে ২ রানে আউট করলেন অক্ষর প্যাটেল, ১৪তম ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৯৭
22 Jan 2025, 08:06 PM IST
১২ ওভারে ৫ উইকেটে ইংল্যান্ড ৮৪ রান
জ্যাকব বেথেলকে ৭ রানের মাথায় আউট করলেন হার্দিক পাণ্ডিয়া, এদিকে অর্ধশতরান করে ফেললেন ইংরেজ অধিনায়ক জোস বাটলার। আইপিএলে কলকাতায় এসেও দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি গতবছর
22 Jan 2025, 07:55 PM IST
ইংল্যান্ড ১০ ওভারে ৪ উইকেটে ৭৪
ইংল্যান্ড দল ইনিংসের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে ৭৪ রানে, তবে দলের চার ব্যাটার সাজঘরে ফিরেছেন। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তি এবং আর্শদীপ সিং
22 Jan 2025, 07:49 PM IST
৯ ওভারে ইংল্যান্ড ৪ উইকেটে ৬৯
বরুণের ঘুর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ৯ ওভারে স্কোর ৪ উইকেটে ৬৯
22 Jan 2025, 07:44 PM IST
আউট হ্যারি ব্রুক, লিভিংস্টোন
পরপর দুই উইকেট নিলেন বরুণ চক্রবর্তি, হ্যারি ব্রুক আউট ১৭ রানে…০ রানে সাজঘরে ফিরলেন লিভিংস্টোন
৩ বলে ০ রানে সাজঘরে সল্ট, প্রথম ওভারে ইংল্যান্ড ৩ রানে ১ উইকেট
৩ বল খেলে এক রানও না করে সঞ্জু স্যামসনের হাতে ধরা দিয়ে সাজঘরে ফিরলেন আইপিএলে ইডেন কাঁপানো ফিল সল্ট
22 Jan 2025, 07:05 PM IST
শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা
প্রথম ওভারেই ফিল সল্টকে আউট করলেন আর্শদীপ সিং
22 Jan 2025, 06:57 PM IST
ভারতের ডাগআউট শামি ছাড়া আর কারা?
মহম্মদ শামিকে ইডেনে সুযোগ দেওয়া হয়নি প্রত্যাবর্তনের। এছাড়াও পেসার হর্ষিত রানা রয়েছেন দলের বাইরে। ওয়াসিংটন সুন্দর, ধ্রুব জুরেলও দলের বাইরে রয়েছেন
22 Jan 2025, 06:55 PM IST
সূর্যকুমার যাদব বলেন-
‘আমরা প্রথমে বোলিং করতে চাই, উইকেটে রাতের দিকে ডিউ ফ্যাক্টর কাজ করবে। একটু ভারি হয়ে যাবে পরের দিকে। আমার দলের ছেলেরা খুবই ভালো, প্রস্তুতিও ভালোই নিয়েছি আমরা। সিরিজে ভালো কিছু করার দিকে তাকিয়ে আছি। দুই দলই ভালো, তাই ভালো মাথা ব্যথা হবে। আমরা আমাদের শক্তির দিকেই বেশি জোর দিতে চেয়েছি’
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
22 Jan 2025, 06:21 PM IST
১ উইকেট নিলেই টি২০তে রেকর্ড গড়বেন আর্শদীপ
ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি২০তে সবচেয়ে বেশি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের, ৮০ ম্যাচে ৯৬টি। আর্শদীপ সিং ৬০ ম্যাচে নিয়েছেন ৯৫টি উইকেট
22 Jan 2025, 06:04 PM IST
২০১৯ সালের ফেব্রুয়ারিতে টি২০ সিরিজে ঘরের মাঠে শেষবার হারে ভারত
এরপর থেকে দেশের মাটিতে ১৬টি টি২০ সিরিজ খেলেছে ভারত, জিতেছে ১৪টি সিরিজে
22 Jan 2025, 06:03 PM IST
ইডেন গার্ডেন্স চেনা মাঠ ভারতীয় ক্রিকেটারদের
কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সূর্যকুমার যাদব, বর্তমানে সেই দলে খেলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তিরা…বাংলার হয়ে রঞ্জিতে খেলেন মহম্মদ শামিও
22 Jan 2025, 06:01 PM IST
India vs England 1st T20I Live- ম্যাচের লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগত
আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে শুরু ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজ। দলে ফিরতে চলেছেন মহম্মদ শামি। সূর্যকুমার যাদব চাইবেন নতুন বছরের শুরুটা সিমিত ওভারের ফরম্যাটে জিতেই শুরু করতে