বাংলাদেশকে হেলায় হারিয়ে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিং জুটি আরও একবার ক্লিক করেনি। এবার কম রানে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা, কিন্তু সেই ঘাটতির প্রভাব পড়তে দেননি ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়ারা। বিরাট কোহলিও আসতে আসতে রানের মধ্যে আসছেন। শিবম দুবেও রান পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে। সেই সুবাদেই বিশাল ৫০ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে তাঁদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে ভারত। এবারের শুরুর দিকে তিনটি ম্যাচই ভারতকে খেলতে হয়েছিল নিউ ইয়র্কে, আনকোরা পিচে তেমন সুবিধা করে উঠতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজে আসতেই জ্বলে উঠেছেন শিবম দুবে, হার্দিক পান্ডিয়ারা। বিশ্বকাপে ভারতের হয়ে নজিরও গড়ে ফেলেছেন হার্দিক, পন্তরা।
আরও পড়ুন-বিশ্বকাপ জিতলেও বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ফিনিশ করতে পারেননি, আক্ষেপ রয়েছে গম্ভীরের
বাংলাদেশের বিপক্ষে সুপার ৮ স্টেজের ম্যাচে ঋষভ পন্ত, শিবম দুবেরা মোট ওভার বাউন্ডারি মারেন ১৩টি, টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ইতিহাসে যা সর্বোচ্চ। এর আগে ভারতীয় দল কখনও এক ইনিংসে টি২০ বিশ্বকাপে এতগুলো ছয় মারেনি, এমন কি যুবরাজ সিংয়ের এক ওভারে ছটি ছক্কা মারার দিনেও নয়, অ্যান্টিগায় টিম ইন্ডিয়ার হয়ে নজির গড়েন বিরাট, হার্দিকরা। বিরাট কোহলি মারেন ৩টি ছয়, ঋষভ পন্ত মারেন ২টি ছয়, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া মারেন তিনটি করে ওভার বাউন্ডারি। ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সূ্যকুমার যাদব মেরেছিলেন ১টি করে বাউন্ডারি, অর্থাব সব মিলিয়ে মোট ১৩টি।
আরও পড়ুন-বিশ্বকাপের সময় টিপ্পনি, সমালোচকদের শায়েস্তা করতে এবার আদালতে বাবর আজম!
এক ইনিংসে সর্বোচ্চ ৬ মারার নিরিখে সবার ওপরে রইল ভারতের এই ম্যাচ। বাংলাদেশর ম্যাচের আগে পর্যন্ত ভারতীয় দল আইসিসি টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ ১১টি ছয় মেরেছিল ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে, যুবরাজ সিংয়ের সেই বিধ্বংসী ইনিংসের দিনে। সেই ম্যাচে ১১টি ছয় মেরেছিল টিম ইন্ডিয়া। একই বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জ্বলে উঠেছিলেন যুবিরা। সেই ম্যাচেও মেন ইন ব্লুজরা এক ইনিংসে মেরেছিল ১০টি ওভার বাউন্ডারি। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষেও ১০টি ছয় মারেন হার্দিক পান্ডিয়ারা।
আরও পড়ুন-‘ইমরানের মতো তুমিও লোককে বোকা বানাও’…বাবর আজমকে নিয়ে ব্যঙ্গ পাকিস্তান সাংসদের
ভারতীয় দলের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে সোমবার সেন্ট লুসিয়ায়। এর আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া করেছিল ১৮১ রান। বাংলাদেশের বিপক্ষেও ১৯৬ রান করল মেন ইন ব্লুজরা। ফলে ৮ নম্বর পর্যন্ত ব্যাটার থাকার সুবিধা যে টিম ইন্ডিয়া ভালোভাবেই ব্যবহার করছে তা বলাই বাহুল্য। পাশাপাশি সেমিফাইনালের আগে ভারতীয় ব্যাটারদের দলগত সংহতিতে রানের মধ্যে ফিরে আসা টিম ইন্ডিয়ার জন্য উল্লেখযোগ্য দিক, তা বলাই বাহুল্য।