মুর্শিদাবাদের সামসেরগঞ্জে হিন্দুবিরোধী দাঙ্গায় বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় আরও ১ জঙ্গিকে গ্রেফতার করল STF। শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলা লাগোয়া ঝড়খণ্ডের পাকুড় রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ইকবাল নামে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ওই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৮।
মুর্শিদাবাদে হিন্দুবিরোধী দাঙ্গায় গত ১২ এপ্রিল বাড়ি থেকে টেনে বার করে পেশায় মূর্তি শিল্পী বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করে ইসলামি চরমপন্থীরা। সেই ঘটনার তদন্তে SIT গঠন করে রাজ্য পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তরা কেউই এলাকায় নেই। অন্য অভিযুক্তদের মতো জঙ্গি ইকবালও এলাকা ছেড়ে পালিয়েছিল। শুক্রবার ট্রেনে করে ভিনরাজ্য থেকে ফিরে পাকুড় স্টেশনে নামে সে। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সাদা পোশাকে স্টেশন চত্বরে মোতায়েন STFএর বিশেষ দল।
ধৃত ব্যক্তির বাড়ি সামসেরগঞ্জ থানা এলাকার সুলিতলা এলাকায় বলে জানা গিয়েছে। সে বাড়ি ফেরার মতলবে ছিল বলে দাবি তদন্তকারীদের। ধৃতকে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।