ক্ষমতায় এসেই রাজ্যে একের পর এক পুলিশ কমিশনারেট বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তি ছিল পাহারা বাড়লে কমবে অপরাধ। কিন্তু ১৪ বছর পরেও কি তাতে কোনও সুফল মিলেছে। বিভিন্ন কমিশনারেট এলাকায় লাগাতার অপরাধের অভিযোগে সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। বেপরোয়া অপরাধীরা পুলিশের পরোয়া না করেই বারবার ঘটাচ্ছে অপরাধ। যেমন হাওড়ার বালিতে এক নাবালিকার গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে যদিও সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে পুলিশ। গ্রেফতার করেছে অভিযুক্তকে।
আরও পড়ুন - ‘আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে’, বেতন নিয়ে বেলাগাম দিলীপ
পড়তে থাকুন - বচসা চলাকালীনই ইট দিয়ে থেঁতলে খুন, ট্রলিব্যাগে মহিলার দেহ উদ্ধারে জেরায় কবুল
জানা গিয়েছে, ঘটনার সময় ১৩ বছর বয়সী ওই নাবালিকা বাড়িতে একাই ছিল। তখনই তার বাড়িতে ঢোকে সুকুরু দাস ওরফে চিংড়ি নামে ওই প্রতিবেশী যুবক। ছুরি বার করে নাবালিকাকে প্রাণে মারার ভয় দেখায় সে। এর পর কার্যত গলায় ছুরি ঠেকিয়ে ১৩ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। বাড়ি ছাড়ার সময় বলে যায়, কাউকে জানালে নাবালিকাকে প্রাণে মারার হুমকি দেয় সে।
নির্যাতিতার বাবা জানিয়েছেন, বাড়ি ফিরলে মেয়ে অঝোরে কাঁদতে শুরু করে। কী হয়েছে জানতে চাইলে প্রথমে কিছু জানায়নি সে। কয়েকদিন আগে ওর ঠাকুরদা প্রয়াত হয়েছেন। আমি ভাবলাম সেজন্য কাঁদছে বোধ হয়। তাই ওকে বুঝিয়েও বলি। এর কিছুক্ষণ পর ওর বউদিকে সব কথা জানায় মেয়ে।
আরও পড়ুন - ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ লাভলিকে TMC পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরাল প্রশাসন
এই ঘটনায় বালি থানার অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে অভিযুক্ত সুকুরুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা শুরু হয়েছে।