ইতিহাস বলে, আগেকার দিনে কলকাতার বাবু থেকে গাঁ-গঞ্জের জমিদার, তাঁরা নাকি বিড়ালের বিয়ে দিতেন! সেই উপলক্ষে পাত পেড়ে লোকজনও খাওয়ানো হত। এছাড়া, বৃষ্টির আশায় ব্যাঙের বিয়েও দেওয়া হত। সেও ছিল এক এলাহী আয়োজন!
আর আজকালকার দিনে যখন একান্নবর্তী পরবর্তী পরিবার ছোট হতে হতে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে, আর সেই পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছে আদরের কোনও পোষ্য প্রাণী, তাদের বিয়ে-থাওয়া দেওয়া না হলেও জন্মদিন পালন অনেকেই করেন! সোশাল মিডিয়ায় একবার চক্কর দিয়ে আসুন। এমন উদাহরণ দেখতে পাবেন ভূরি ভূরি!
তেমনই এক ঘটনা ঘটল হুগলির চুঁচুড়ার বুনো কালীতলা এলাকায়। এখানকার বাসিন্দা বাবলু ওরাওঁ পেশায় দিনমজুর। নিম্নবিত্ত পরিবার তাঁর। ২ জানুয়ারির রাতে সেই বাবলু আর তাঁর দিনমজুর সহকর্মী ও বন্ধুদের উদ্য়োগেই অন্যরকম একটা সময় কাটালেন সেখানকার প্রায় ১৫০ জন বাসিন্দা।
উপলক্ষ? বাবলু আর তাঁর স্ত্রীর আদরের 'রাজা'র জন্মদিন! রাজা কোনও দু'পেয়ে মানুষ নয়। সে আসলে চারপেয়ে এক পাঁঠা! বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ঠিক একবছর আগে পুজোয় বলি দেওয়ার জন্য ওই পাঁঠাটিকে ধরে আনা হয়েছিল। কোনওভাবে সেটি পুজোর স্থল থেকে পালিয়ে যায় এবং বাবলুর বাড়ির উঠোনে ঢুকে পড়ে।
বাবলু ও তাঁর সস্ত্রী নিঃসন্তান। অবলা পশুটিকে সন্তান স্নেহে আগলে রাখেন তাঁরা। নাম দেন 'রাজা'! যেহেতু গত বছরের ২ জানুয়ারি রাজা তাঁদের বাড়িতে এসেছিল। তাই এবছর ওই একই দিনে তার জন্মদিন পালন করা হল!
সেই উপলক্ষে আটপৌঢ়ে একটা জায়গাই সাধ্য মতো সাজিয়েছিলেন বাবলু ও তাঁর বন্ধুরা। ঝলমলে আলো, রঙিন বেলুনে তখন সেই জায়গাই যেন বার্থ ডে পার্টির ব্যাঙ্কোয়েট হল! নানা বয়সের মানুষ সেই আয়োজনে চুটিয়ে আনন্দ করলেন।
যেহেতু জন্মদিন, তাই বার্থডে কেকও আনা হয়েছিল! 'বাবার হাত ধরে' ছুরি দিয়ে সেই নাকি নিজেই কেটেছে রাজা! তারপর সেই কেক বিলি করা হয় সকলের মধ্য়ে। জন্মদিন রাজার মাথায় ছিল 'হ্যাপি বার্থডে' লেখা রঙিন টুপি। গায়ে ছিল লাল জামা।
এখানেই শেষ নয়। বার্থডে পার্টি কি আর ভূরিভোজ ছাড়া হয়। রাজার জন্মদিনে সেই ব্যবস্থাও ছিল। মেনুতে ছিল - ভাত, সবজি দিয়ে ডাল, আলুর চিপ্স আর মুরগির মাংস! শেষ পাতে রাখা হয়েছিল - চাটনি, পাঁপড় আর মিষ্টি! পেট পুরে সেসব খেলেন নিমন্ত্রিতরা। সাক্ষী থাকলেন সম্পূর্ণ অন্যরকম এক আনন্দের!
বাবলুর বন্ধুরা বলছেন, আজাল তো অনেকেই পোষা বিড়াল, কুকুর - এমনকী পাখিরও জন্মদিন পালন করেন। তাহলে রাজা কী দোষ করল? অকাট্য যুক্তি!