DA-র দাবিতে রাজ্যজুড়ে সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই তৃণমূল শিক্ষাসেলের সঙ্গ ছাড়লেন আরও ৩২ জন শিক্ষক। বাঁকুড়ার শালডিহা উচ্চ বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক শিক্ষিকা তৃণমূল শিক্ষাসেলের থেকে ইস্তফা দিয়েছেন।বকেয়া ডিএর দাবিতে সোমবার থেকে রাজ্যজুড়ে ২ দিনের কর্মবিরতি পালন করছেন রাজ্য সরকারি কর্মীরা। সেই আন্দোলনে যোগদান করেছেন শিক্ষক শিক্ষিকারাও। আন্দোলনে যোগদান করে তৃণমূল শিক্ষাসেল ছেড়েছেন জলপাইগুড়ির বহু শিক্ষক। এবার সেই তালিকায় নাম লেখালেন বাঁকুড়ার শালডিহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকিরা।ইস্তফা দেওয়ার পর তাঁরা জানিয়েছেন, আমরা বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছি। কিন্তু আমাদের সংগঠন এব্যাপারে কোনও সহযোগিতা করছে না। আমরা প্রতিদিন বঞ্চিত হচ্ছি। অবিলম্বে এই সরকারকে ডিএ দিতে হবে। সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে।রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে আন্দোলনকারীদের যৌথ মঞ্চ কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে অনড়। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, দাবি মানা না হলে ভবিষ্যতে অনির্দিষ্টকালীন কর্মবিরতির দিকে হাঁটতে পারেন তাঁরা।