Updated: 30 Aug 2024, 04:01 PM IST
লেখক Abhijit Chowdhury
নির্যাতিতার মা বলেন, 'তিনি (মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপির মঞ্চ থেকে) যা বলেছিলেন তা আমার পছন্দ হয়নি। সারা বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে। তারা বিচারের দাবিতে আন্দোলন করছে, প্রতিবাদ করছে। এবং তিনি নাকি বলছেন আমরা বিচার চাই না। আমি চাই তারা (আন্দোলনকারীরা) ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাক। মুখ্যমন্ত্রী বলেন, পরিবার বিচার চায় না! মমতার নিজের কোনও ছেলে বা মেয়ে নেই, তাই সন্তান হারানোর কষ্ট তিনি বুঝতে পারেন না। তার মন্তব্যে আমরা খুবই মর্মাহত।'