Updated: 22 Jul 2020, 11:40 PM IST
লেখক HT Bangla Correspondent
কয়েকদিন আগে বৃষ্টিতে দিল্লিতে জলে ডুবে মারা গিয়েছিলেন একজন। এবার মুশলধার বর্ষণে একেবারে রাস্তাই বসে গেল!
তাও আবার দিল্লির অভিজাত অশোকা রোডে যেটা ভিআইপি অঞ্চল বলে পরিচিত। ১০ ফুট বাই ১০ ফুটের বড়সড় একটা গর্ত হয়ে গিয়েছে রাস্তার মাঝে। দিল্লি পুলিশের অনুমান যে জলের পাইপ বসে যাওয়াতেই এত বড় গর্ত হয়ে গিয়েছে রাস্তায়। এদিনও বৃষ্টির ফলে দিল্লির অনেক জায়গায় কয়েক ঘণ্টার জন্য জল জমে গিয়েছিল।