রবিবার ওই যুবকের বিয়ে ছিল। এদিকে সকাল ১১টায় নির্দিষ্ট নির্ঘণ্টে 'মন কি বাত' শুরু হয়ে য়ায়। সেই সময়ে সাত পাক দিতে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছেন সকলে। আর এমন সময়েই তিনি ৩০ মিনিটের জন্য 'অফ টাইম' চেয়ে নেন। বন্ধ থাকে অনুষ্ঠান। শুরু হয় 'মন কি বাত' শোনার পালা।