কমেন্ট্রি বক্স থেকে জাতীয় দলের আঙিনায় ফেরা দীনেশ কার্তিকের কামব্যাকের গল্প অনুপ্রাণিত করবে অনেককেই। এবার ফের সাময়িকভাবে ক্রিকেটের পাট চুকিয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় ফিরছেন দীনেশ কার্তিক। আসন্ন টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দিতে শোনা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেটকিপার-ব্যাটারকে।
ভারত-অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্তিক ছাড়াও ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন ভারতের রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর। অস্ট্রেলিয়া শিবিরের ম্য়াথিউ হেডেন, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার উপস্থিত থাকবেন কমেন্ট্রি বক্সে। এছাড়া ইংল্যান্ডের নাসের হুসেন ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দেখা যাবে মাইক্রোফোন হাতে।
দীনেশ কার্তিক ২০২১-এর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন। সেবছর ভারতীয় দলের ইংল্যান্ড সফর চলাকালীন কার্তিককে ওয়েদার ম্যান হিসেবে ডাকা শুরু হয়ে যায়। কেননা, সেই সময় ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল যথেষ্ট। কার্তিক প্রতিদিন নিয়ম করে আবহাওয়ার আপডেট দিতেন ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন:- সেলফি তুলতে চেয়েছিলেন এক অনুরাগী, প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন টেনিস তারকা বিয়ে করছেন তাঁকেই
কার্তিক শুধু টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালেই নয়, বরং ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজেও ধারাভাষ্য দেবেন। স্কাই স্পোর্টসের মাইক্রোফোন হাতে অ্যাসেজে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে কমেন্ট্রি বক্সে উপস্থিত থাকবেন কার্তিক।
আরও পড়ুন:- IND vs AUS WTC Final: টিম ইন্ডিয়ার নেটে অশ্বিনদের মুগ্ধ করলেন যশস্বী, ভুল-ভ্রান্তি শুধরে দিলেন কোহলি- ভিডিয়ো
দীনেশ কার্তিকের আইপিএল ২০২৩ অভিযান মোটেও মনে রাখার মতো হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১১.৬৬ গড়ে মাত্র ১৪০ রান সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩০ রানের। স্ট্রাইক-রেট ১৩৪.৬১। উল্লেখযোগ্য বিষয় হল, ৪টি ইনিংসে শূন্য রানে আউট হন কার্তিক। তিনি সাকুল্যে ১৩টি চার ও ৫টি ছক্কা মারেন। উইকেটকিপিং করতে নেমে ৮টি ক্যাচ ধরেন ও ২টি স্টাম্প-আউট করেন দীনেশ। জাতীয় দলের আঙিনা থেকে দূরে সরে যাওয়ায় আপাতত ব্যাট হাতে মাঠে নামার সুযোগ নেই কার্তিকের সামনে।
উল্লেখ্য, আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।