IND vs PAK Asia Cup 2022: মাঠের বাইরে 'খেলা' শুরু পাকিস্তানের? ভারতের সঙ্গে ‘মাইন্ড গেম’ খেলছেন বাবররা? Updated: 27 Aug 2022, 09:11 PM IST Ayan Das IND vs PAK Asia Cup 2022: ভারতের বিরুদ্ধে মহারণের আগে কি আসলে ‘মাইন্ড গেম’ শুরু করল পাকিস্তান? অনেকে তেমনই মনে করছে। তাঁদের মতে, সৌজন্যের আড়ালে আসলে ভারতের সঙ্গে ‘মাইন্ড গেম’ শুরু করেছে পাকিস্তানের বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড়রা।