Weather Forecast and Heavy Rain Latest Update: কমবে ভ্যাপসা গরম, ফের ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা, জানুন আবহাওয়ার পূর্বাভাস
Updated: 21 Sep 2024, 03:46 PM IST Abhijit Chowdhury 21 Sep 2024 rain forecast, heavy rain forecast, heavy rain forecast due to low pressure, heavy rain forecast in south bengal, heavy rain forecast in north bengal, heavy rain forecast in kolkata, rain, monsoon, বৃষ্, বৃষ্টি, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলতকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়াফের বাংলা ভাসবে ভারী বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি হয়েছে সতর্কতা। রিপোর্ট অনুযায়ী, পরের সপ্তাহে দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টি হবে। এর আগেও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি আছে। এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। এই আবহে সেখানেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
পরবর্তী ফটো গ্যালারি