যোগীরাজ্যে রাস্তার পাশে পড়ে কন্ডোমের স্তূপ! যে পারছে নিয়ে যাচ্ছে কয়েকটা করে Updated: 24 Mar 2022, 11:54 AM IST Abhijit Chowdhury রাস্তার ধারে পড়ে আছে কয়েক হাজার কন্ডোম। না, ব্যবহৃত বা মেয়াদ উত্তীর্ণ নয়। প্যাকেট করা কন্ডোম। তবে সেগুলি পড়ে আবর্জনা ফেলার জায়গায়। আশেপাশের লোকেরা যখন পাশ দিয়ে যাচ্ছেন কয়েকটা করে প্যাকেট তুলে নিয়ে যাচ্ছেন। এমনই আজব দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশে।