Sumbul Touqeer Khan: বাবার দ্বিতীয় নিকাহ, সৎ মা ও বোনকে স্বাগত জানালেন টেলি অভিনেত্রী সম্বুল তৌকির খান Updated: 20 Jun 2023, 07:35 PM IST Ranita Goswami সম্বুল তৌকির খান জানিয়েছেন, বাবার দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তে ভীষণ খুশি তিনি এবং তাঁর বোন সানিয়া। নতুন মায়ের পাশাপাশি এক বোনকেও তাঁরা তাঁদের পরিবারে স্বাগত জানাতে চান।