টেস্টে ২০০ প্লাস উইকেট নেওয়া বোলারদের ক্ষেত্রে সেরা স্ট্রাইক রেট এখন রাবাডার। তাঁর স্ট্রাইক রেট এখন ৩৯.৪। আপাতত তাঁর ধারেকাছে নেই কেউ। এর আগে টেস্টে ডেল স্টেইনের ছিল সেরা স্ট্রাইকরেট। তাঁর স্ট্রাইকরেট ছিল ৪২.৪। আর ওয়াকার ইউনিসের স্ট্রাইকরেট ছিল ৪৩.৫।