November 2024 Rashifal: এই মাসে শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। শনি হবেন মার্গী। সূর্য নিচ রাশি থেকে বের হয়ে বৃশ্চিকে প্রবেশ করবে। বুধ এই সময়ই বৃশ্চিক রাশিতে বক্রী হতে চলেছে। তারপর তার অস্ত হবে। ফলে গ্রহদের অবস্থানের ফলে একাধিক রাজযোগ তৈরি হতে চলেছে।
শনি গুরুর অবস্থানের জেরে নভেম্বরে কারা লাকি?
নভেম্বর মাসে একাধিক গ্রহের অবস্থান পাল্টাতে থাকবে। ফলে বহু গ্রহের অবস্থানের জেরে পাল্টাতে থাকবে মানুষের ভাগ্য। বহু জাতক জাতিকা এই সময়ে সৌভাগ্যের মুখ দেখবেন। ১২ রাশিতেই গ্রহদের এই অবস্থানের প্রভাব পড়বে।
এই মাসে শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। শনি হবেন মার্গী। সূর্য নিচ রাশি থেকে বের হয়ে বৃশ্চিকে প্রবেশ করবে। বুধ এই সময়ই বৃশ্চিক রাশিতে বক্রী হতে চলেছে। তারপর তার অস্ত হবে। ফলে গ্রহদের অবস্থানের ফলে একাধিক রাজযোগ তৈরি হতে চলেছে। এরমধ্যে রয়েছে নীচভঙ্গ, নবপঞ্চম, ধনলক্ষ্মী রাজযোগ, লক্ষ্মী নারায়ণ রাজযোগ, বুধাদিত্যা রাজযোগ। এছাড়াও চন্দ্রের কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি হবে। যার ফলে তৈরি হবে গজকেশরী যোগ, মহালক্ষ্মী যোগ। এর ফলে ৪ রাশিতে বিশেষ প্রভাব পড়তে থাকবে। কোন সেই ৪ রাশি? দেখে নিন।
নভেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই আলাদ ধরনের হবে। বিশেষত বৃষ রাশির জাতক জাতিকারা পাবেন লাভ। এই সময়ে নতুন ব্যবসা আরম্ভ করতে পারবেন। ব্যবসা এই সময় ভালো কাটতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। এর সঙ্গেই এই মাস ছাত্রদের জন্য ভালো হবে। উচ্চ শিক্ষার্থে যাঁরা বিদেশে যেতে চাইছেন, তাঁরা যেতে পারবেন। প্রেমের সূত্রে বিবাহে এবার আসবে পরিবারের শিলমোহর।