ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে পাকিস্তানের ভিতরে ঢুকে তার জবাব দেবে ভারত। মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে গিয়ে বায়ুসেনার সদস্য ও আধিকারিকদের সামনে পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অপারেশন সিঁদুরের সফল অভিযানের জন্য বায়ুসেনার সদস্যদের কৃতিত্ব দেন তিনি। একই সঙ্গে কৃতিত্ব দেন পদাতিক সেনা ও নৌসেনার সদস্যদেরও।
মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লক্ষ্মণরেখা এখন একেবারে স্পষ্ট। এবার থেকে সন্ত্রাসবাদী হামলা হলে ভারত তার জবাব দেবে। পাক্কা জবাব দেবে। এটা আমরা সার্জিক্যাল স্ট্রাইকের সময় দেখেছি। আর এখন থেকে অপারেশন সিঁদুর নিউ নর্মাল। ভারত এখন ৩টে নীতি তৈরি করে ফেলেছে। প্রথম, ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলা হলে আমরা নিজেদের মতো করে, নিজেদের শর্তে, নিজেদের পছন্দমতো সময়ে জবাব দেব। দ্বিতীয়, কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। তৃতীয়, আমরা সন্ত্রাসবাদের মদতদাতা সরকার আর সন্ত্রাবাদের পান্ডাদের আলাদা করে দেখব না। ভারতের এই নতুন রূপকে চিনে গোটা দুনিয়া এগোচ্ছে।’
পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা পাকিস্তানি সেনাকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে এমন কোনও জায়গা নেই যেখানে সন্ত্রাসবাদীরা শান্তিতে থাকতে পারে। আমরা ঘরে ঢুকে ওদের মারব। আর বাঁচার কোনও সুযোগ দেব না। আমাদের ড্রোন, মিসাইলের কথা ভেবে পাকিস্তান অনেক দিন ঘুমাতে পারেনি।’
বলে রাখি, পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেখানে মোতায়েন ভারতের S – 400 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান ধ্বংস করে দিয়েছে বলে ইসলামাবাদ থেকে দাবি করা হয়। এদিন সেই আদমপুর বিমানঘাঁটিতে পৌঁছে সেই S 400 এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যাতে পাকিস্তানের ফের একবার প্রকাশ্যে চলে এল।