সন্ন্যাসী গ্রেফতারকাণ্ডে বাংলাদেশ উত্তাল। সেদেশে একের পর এক হিন্দু সন্ন্যাসী গ্রেফতার হতেই তুঙ্গে ওঠে উত্তেজনা। এদিকে, এই পরিস্থিতির মাঝে একের পর এক পোস্ট ভাইরাল হতে থাকে। সেরকমই এক পোস্টে দাবি করা হয়, যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের মেয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়েছেন। পোস্ট কি আদৌ সত্য? দেখা যাক।
যে পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে দাবি করা হয়েছে মনিকা ইউনুস নামে এক বাংলাদেশি- আমেরিকান সঙ্গীত শিল্পীকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেফতার করা হয়েছে। সেই পোস্টে এমনও দাবি করা হয় যে, এই মনিকা ইউনুস, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনুসের মেয়ে। নেট মাধ্য়মে এক নেটনাগরিক এই পোস্ট শেয়ার করেন। সঙ্গে সঙ্গে তা নিয়ে উত্তাল আলোচনা শুরু হয় নেটপাড়ায়। প্রশ্ন ওঠে, বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীদের ওপর অত্যাচারের মাঝে সত্যিই কি মহম্মদ ইউনুসের মেয়েকে গ্রেফতার করা হয়েছে? সেখানে মহম্মদ ইউনুসকে ‘ট্রাম্প বিদ্বেষী’ বলে উল্লেখ করা হয়। পোস্টে দাবি করা হয়, ‘তিনি নিজের ছেলে মেয়েকে বড় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আর মানুষ মনে করছে যে তিনি মুসলিম যুবকদের গাইড করছেন?’ পোস্টে দাবি করা হয়, মহম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস একজন সমকামী। পোস্টে লেখা হয়,' মদ্যপ অবস্থায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এখন আমরা কি বাংলাদেশের সেই ইসলামপন্থীদের তাঁদের 'নেতার' আসল পরিচয় দেখতে বলতে পারি?'

ফ্যাক্ট চেক: নিউজ মিটার দাবি করছে, এই পোস্ট ঘিরে যে দাবি করা হয়েছে, তা ভুয়ো। মণিকা ইউনুস আন্তর্জাতিক স্তরের শিল্পী। তাঁর শিল্প নৈপূণ্য ও শিল্প সংস্কৃতিতে তাঁর অবদান চিরকালই সমাত হয়েছে। এনডিটিভির তথ্য বলছে, মণিকা ইউনুস একজন অপেরা গায়িকা ও সামাজিক দিক থেকে একজন ‘অন্তঃপ্রনর।’ এদিকে, যে ছবি ওই ভাইরাল পোস্টে এসেছে, সেই ছবি এক ভিডিয়োর। ভিডিয়োর শিরোনাম ‘ Drunk Woman Crashes her Car After a Breakup in Verona, New Jersey’। এই ভিডিয়োটি ইউটিউবে ১.১৪ ঘণ্টা দীর্ঘ। সেখানে যে মহিলার ছবি রয়েছে সেই ছবিকেই তুলে ধরা হয় পোস্টে। পোস্টে থাকা মহিলার ছবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহম্ম ইউনুসের মেয়ে নন।