ব্রিটিশ এয়ারওয়েজের চেন্নাইগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের হিথরো বিমানবন্দরে ফিরে এসেছে। ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির খবর পাওয়ার পর সাধারণ সতর্কতা হিসেবে বিমানটি হিথরোতে ফিরে আসে।
‘ক্রু ও গ্রাহকরা স্বাভাবিক নিয়মে বিমান থেকে নেমে যাওয়ায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব তাদের যাত্রা ট্র্যাকে ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করছে,’ বিবৃতিতে বলেছে তারা।

ফ্লাইটরাডার২৪ এর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট বিএ৩৫ দুপুর ১টা ১৬ মিনিটে হিথরো বিমানবন্দর থেকে উড়ে যায়। ৩৬ মিনিট দেরিতে উড়েছিল এটি। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা যায়, লন্ডনের হিথরো বিমানবন্দরে ফেরার আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ডোভার প্রণালীর ওপর দিয়ে একাধিকবার চক্কর দেয়। সূত্রের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্য একটি ঘটনায় ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদগামী লুফথানসা বিমান মাঝ আকাশ থেকে ঘাঁটিতে ফিরে আসে। তবে ফ্লাইট বাতিল হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দিল্লির রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি বার্তা পায় যে বিমানটি জার্মানি থেকে ওড়ার কিছুক্ষণ পরে ফ্রাঙ্কফুর্টে ফিরে আসছে। flightaware.com জানিয়েছে, বিমানটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।