দিলজিৎ দোসাঁঝের ছবিতে পাঞ্জাবি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করার জন্য পাঞ্জাবি গায়ক-অভিনেতার সমালোচনা করেছেন অভিজিৎ ভট্টাচার্য। প্লেব্যাক গায়ক অভিজিৎ ভট্টাচার্য দিলজিৎ দোসাঁঝের কনসার্টের একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে তিনি উচ্চস্বরে চিৎকার করে বলছেন ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’ মানে হিন্দুস্তান কি কারও বাবার?। কনসার্টে দিলজিৎ বিখ্যাত কবি রাহাত ইন্দোরির কয়েকটি লাইন আবৃত্তি করছিলেন। ভিডিয়োটি শেয়ার করে অভিজিৎ ভট্টাচার্য লেখেন, 'হিন্দুস্তান আমাদের বাবার। ভারত আমাদের পিতার পিতার পূর্বপুরুষদের অন্তর্গত। ভিডিয়োর শেষে অভিজিৎ ভট্টাচার্যকে হাতে তেরঙ্গা হাতে দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে 'সারে জাহাঁ সে আচ্ছা' গানটি। অভিজিৎ ভট্টাচার্য সরাসরি দিলজিৎ দোসাঁঝের 'সর্দার জি থ্রি' ছবির কথা উল্লেখ না করলেও দিলজিৎকে নিয়ে বর্তমান চলা বিতর্কের কথা মাথায় রেখেই এই ভিডিয়ো পোস্ট করেছেন অভিজিৎ, এমনটাই মনে করছেন নেটিজেনরা। আপনাদের জানিয়ে রাখি, বিতর্কের কথা মাথায় রেখে ছবিটির নির্মাতারা ভারতে মুক্তি দেননি। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা এবং তারপর ভারতের 'অপারেশন সিঁদুর' হামলার পর পাকিস্তানি তারকাদের প্রতিক্রিয়ায় ভারতীয় সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। কারণ, অনেক পাকিস্তানি অভিনেতা বলিউডে কাজ করেছেন, বা করতে চেয়েছিলেন। কিন্তু ভারত সরকার ও ভারতীয় জনগণের জন্য এ ধরনের ঘৃণ্য কথা বলায় জনগণ খুবই ক্ষুব্ধ ছিল। হানিয়া আমিরের কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়।
সম্প্রতি, গীতিকার জাভেদ আখতার দিলজিৎ দোসাঞ্জের ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাস্টিংয়ের জন্য পাঞ্জাবি গায়কের সমর্থনে এগিয়ে এসেছিলেন। এ প্রসঙ্গে জাভেদ আখতার বলেন, 'বেচারা, এখন কী করব। প্রথমে সিনেমার শুটিং হয়। তিনি জানতেন না এমনটা হবে। এতে পাকিস্তানি লোকটির টাকা ডুববে না, কিন্তু ভারতীয় লোকটির টাকা এতে ডুববে। তাহলে লাভ কী? তিনি যদি আগে থেকে জানতেন যে এমনটা হবে, তাহলে একটু পাকিস্তানি অভিনেত্রীকে নিতেন না। "