Health News: ধীরে ধীরে গরম পড়ছে। আর এই সময় হঠাৎই অনেকের নাক দিয়ে রক্ত পড়ে। প্রেশার মাপলে দেখা যায় খুব হাই রয়েছে। কখনও কখনও প্রেশার ২০০/১০০-ও হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে চিকিৎসকের কাছে ছুটে যান। সত্যিই হাই প্রেশারের সমস্যা হল কি না তা যাচাই করেন। অনেক ক্ষেত্রে চিকিৎসকও ‘হাই প্রেশারজনিত নাক দিয়ে রক্ত পড়া’ ভেবেই ওষুধ লিখে দেন। কিন্তু এই চিকিৎসা আদৌ কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন তুললেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন বর্ষীয়ান চিকিৎসক। সেখানে এই সংক্রান্ত তথ্য ভাগ করে নিয়েছেন।
সত্যিই হাই ব্লাড প্রেশার?
চিকিৎসকের কথায়, ‘এই রোগী যখন কিছুদিন পর আবার ডাক্তার দেখাতে যান, তখন দেখা যায় তাঁর প্রেশার একদম স্বাভাবিক। শরীরে উচ্চ রক্তচাপের কোনও চিহ্ন নেই। এমনকি ইসিজি করলেও লেফ্ট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা ক্রনিক হাইপারটেনশনের কোনও সমস্যা পাওয়া যায় না। ২৪ আওয়ার্স অ্যাম্বুলেটেড বিপি করলেও দেখা যায় প্রেশার নেই।’
আরও পড়ুন - কোটি টাকার মালিক বুমরাহের স্ত্রী সঞ্জনাও! কত টাকা আয় জানেন? মাথা ঘুরে যাবে!
রক্ত দেখে ভয় থেকে…
ডাক্তারের কথায়, ‘আসলে পুরো ব্যাপারটাই হয় রক্ত দেখার পর। রক্ত দেখে অনেকেরই তৎক্ষণাৎ প্রেশার বেড়ে যায়। তবে ডাক্তার ডাকার আগে একটি ছোট্ট কাজ করলে এই সমস্যা থেকে সহজেই রেহাই মেলে। কী কাজ?’
নাক দিয়ে রক্ত পড়লে যা করণীয়
- চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, ‘ডাক্তার ডাকার আগে নাকের সামনের অংশটি দুই আঙুল দিয়ে চেপে রাখতে হবে। তিন মিনিট এভাবে চেপে রাখুন। বরফ দিয়ে ধরে রাখলে আরও তাড়াতাড়ি কমে যায়।
- ‘এই সময় রোগীকে পাশ ফিরে শুইয়ে রাখতে হবে। রক্তটা সামনে দিয়ে আসতে না পেরে পিছন দিকে চলে যায়। ওই রক্তটা শুধু থুতুর মতো ফেলে দিতে হবে।’
- ‘তিন মিনিট বাদে রোগীকে নিয়ে হাসপাতালে গেলে নাসাল প্যাকিং করে দেবে। তার সঙ্গে সিডেটিভ দেবে। এতেই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।’
আরও পড়ুন - ভাবা যায়! সত্যিই কি প্রতি বছর পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারে এই ছোট্ট প্রাণী?
নাক দিয়ে রক্ত পড়ার কারণ
নাক দিয়ে রক্ত পড়ার বেশ কিছু কারণও জানালেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়।
১. নাক খোঁটা - তাঁর কথায়, অনেকেরই নাক খোঁটার অভ্যাস রয়েছে। এর ফলে নাকে সেপটিক আলসার হয়। যা থেকে রক্ত পড়ার মতো সমস্যা হতে পারে।
২. রক্ত পাতলা রাখার ওষুধ - যদি কেউ রক্ত পাতলা রাখার ওষুধ খান, তাহলেও এই সমস্যা হতে পারে।
৩. অনিয়ন্ত্রিত হাই প্রেশার - দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত হাই প্রেশার থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু নাক দিয়ে রক্ত পড়ার সময় শুধু একবার রক্ত মেপেই বলা যায় না রোগীর উচ্চ রক্তচাপ রয়েছে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি চিকিৎসকের মতামতের ভিত্তিতে লেখা হয়েছে। এটি সমস্যাটি সম্পর্কে সাধারণ ধারণার উপর আলোকপাত করা মাত্র। ব্যক্তিবিশেষে প্রতিটি সমস্যার চিকিৎসা এবং নিরাময়ের পদ্ধতি পৃথক। তাই যে কোনও সমস্যায় শুধুমাত্র এই প্রতিবেদনের কথায় ভরসা না রেখে, ব্যক্তিগতভাবে চিকিৎসকের বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।