বাংলা নিউজ > টুকিটাকি > Ram Mandir: রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে সম্প্রীতির অনন্য নজির! ৫০০ হিন্দু কর্মীকে ছুটি দিলেন মুসলিম বস
পরবর্তী খবর
Ram Mandir: রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে সম্প্রীতির অনন্য নজির! ৫০০ হিন্দু কর্মীকে ছুটি দিলেন মুসলিম বস
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2024, 01:57 PM ISTSubhasmita Kanji
Ram Mandir: রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষ্যে ৫০০ হিন্দু কর্মীকে ছুটি দিলেন রায়পুরের একটি কোম্পানি। উল্লেখযোগ্য এই কোম্পানির মালিক হলেন একজন মুসলিম।
সাম্প্রদায়িক সম্প্রীতির যেন এ এক অনন্য নজির। ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রাণ থেকে বহু মানুষের সমাগম ঘটেছে। বহু স্কুল, কলেজ, অফিসে ছুটি দেওয়া হয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে একজন মুসলিম মালিক তাঁর কোম্পানিতে কাজ করা কর্মীদের ছুটি দিলেন এই বিশেষ পবিত্র দিনে।
রায়পুরের হিরাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার তেন্দুয়া গ্রামে অবস্থিত এই কোম্পানিটি। সেটার মালিক হলেন একজন মুসলিম ব্যক্তি। তিনি রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য তাঁর কোম্পানিতে কাজ করা ৫০০ জন কর্মীকে এদিন ছুটি দিয়েছেন যাতে তাঁরা সকলে তাতে অংশ নিতে পারেন। শুধুই কি তাই? তিনি এই বিশেষ দিন, বিশেষ উৎসব উপলক্ষ্যে ১০০১ টি রাম জ্যোতি জ্বালানোর কথাও ঘোষণা করেছেন।
এই কোম্পানির চেয়ারম্যান আলিকিউয়ান জাফের ইমদাদিওয়ালা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যখন অযোধ্যায় ভগবান শ্রী রাম ফিরে আসছেন আবার তখন সেটা গোটা দেশ, বিশ্বের কাছে একটা গর্বের বিষয়। এদিন বহু ভারতীয়র মনের ইচ্ছে পূরণ হল। অযোধ্যায় রাম আবার ফিরে এলেন। সেই জন্যই তো ওখানে উৎসব চলছে।
বিষয়ে তিনি আরও জানান 'এই বিশেষ দিন উপলক্ষ্যে আমি ছুটি দিয়েছি সোমবার। একই সঙ্গে এই দিন বিকেল ৫টায় সব কর্মীরা আসবেন এক ঘণ্টার জন্য। তাঁরা সকলে মিলে এদিন জয় শ্রী রাম লেখা ১০০১ টি প্রদীপ জ্বালাবেন।'
শুধু এই কোম্পানির চেয়ারম্যান নন, এটির ফাউন্ডার এবং ডিরেক্টর মনসুর জাফর, সবির হুসেন এবং মহম্মদ জাফর খুশি এই গোটা ঘটনায়। বাজিও ফাটানো হবে সেখানে। এটা তাঁদের কাছে অকাল দীপাবলি।
রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা
২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজ সম্পন্ন করলেন। এদিন এই অনুষ্ঠান উপলক্ষ্যে একাধিক। বলি সেলেব সহ বহু মান্যগণ্য ব্যক্তিরা এসেছিলেন।