ভোজন রসিকদের মনে বিরিয়ানির জন্য বিশেষ জায়গা থাকে। কোন ধরনের বিরিয়ানি সবচেয়ে ভালো তা নির্ধারণের জন্য খাদ্য উত্সাহীদেরও ‘যুদ্ধ’ করতে দেখা যায় রীতিমতো। সম্প্রতি একটি ভিডিয়োতে পাকিস্তানি ক্রিকেটারদেরও সেই ভাবেই দেখা মিলেছে। খেলোয়াড়রা হায়দরাবাদি বিরিয়ানি সম্পর্কে তাঁদের মতামত প্রকাশ করেছেন। করাচির বিরিয়ানির থেকেও এই বিরিয়ানির স্বাদ বেশি পছন্দ করেছেন।
আইসিসি উপযুক্ত ক্যাপশন দিয়ে ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছে। লেখা রয়েছে, ‘বিরিয়ানির যুদ্ধ’। আসন্ন আইসিসি মেন বিশ্বকাপ ২০২৩-এ অংশ নিতে পাকিস্তানি ক্রিকেট টিম বর্তমানে ভারতে রয়েছেন। আরও পড়ুন: আলোকচিত্রীরা খবর পান কী করে? ঘটনায় অবাক রশ্মিকাও
ভিডিয়োটিতে বাবর আজম, হাসান আলি, ইমাম উল হক এবং হ্যারিস রউফকে জিজ্ঞাসা করা হয়েছে, তাঁরা কি হায়দরাবাদি বিরিয়ানি খেতে চান? কীভাবে এই খাবারের রেটিং করবেন তাঁরা। সুস্বাদু খাবার সম্পর্কে নিজেদের মনোভাব প্রকাশ করে নেন ক্রিকেটাররা। এমনকি রেটিংও দেন। করাচি বিরিয়ানির তুলনায় হায়দরাবাদি বিরিয়ানি তাঁদের পছন্দ কিনা, সে বিষয়ও আকর্ষণীয় উত্তর দেন তাঁরা।
পাকিস্তানি খেলোয়াড়দের বিরিয়ানির রেটিং দেওয়া এই ভিডিয়োটি দেখুন-