Holi Horoscope 2022: হোলির দিন কোন রঙের পোশাক আপনার সুখ-সমৃদ্ধিকে দ্বিগুণ করবে? জানুন রাশিফল অনুযায়ী Updated: 17 Mar 2022, 03:56 PM IST Sritama Mitra দোলের দিন সাধারণত ঢিলে ঢালা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন অনেকেই। তবে অবশ্যই তা যেন সুতির পোশাক হয়। তবে বিভিন্ন রঙের পোশাকে লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। একনজরে দেখে নেওয়া যাক, জ্যোতিষমত অনুযায়ী কোন রাশির জাতক জাতিকাদের কোন রঙের পোশাক পরা উচিত।