মাধুরী দিক্ষীত আর সঞ্জয় দত্তের ‘সম্পর্ক’ নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে কোনো গসিপপ্রেমী মানুষই জানেন সেই ইতিহাস। বলিউডের অন্যতম প্লেবয় ছিলেন তরুণ সঞ্জয়। বলিউডের বিউটি কুইন মাধুরী দীক্ষিতের সঙ্গে একসময় ছিল জমিয়ে প্রেম। শুধু বাস্তবে নয়, রিল লাইফেও ছিলেন মাধুরী ও সঞ্জয় হিট জুটি। সিনে দুনিয়ায় একের পর এক হিট ছবি উপহার দেন তাঁরা দর্শকদের। এমনকী, একসময় তাঁদের বিয়ের খবরও ছিল।
তবে এরপরই টাডা কেসে সঞ্জয়ের নাম জড়ানোর পর, নিজেকে সরিয়ে নেন মাধুরী। ভেঙে যায় বিয়ে। দুজনে প্রকাশ্যে তা নিয়ে মুখ না খুললেও, এগুলো ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।
সে যাই হোক, এখন কার সঙ্গে নাচলেন সঞ্জয় দত্ত? ভাইরাল ভিডিয়ো সামনে আসতেই লোকমনে প্রশ্ন, মাধুরী নাকি? যদিও একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে, মোটেও সেটি মাধুরী নন, বরং অভিনেতার স্ত্রী মান্যতা দত্ত। আর নাচের ভিডিয়োতে মান্যতা ও সঞ্জয়ের দুর্দান্ত রসায়ন টেনেছে চোখ।
স্ট্যালিয়ন গ্রুপের সোনম ফাবিয়ানির বোন সারিনা ভাসওয়ানি এবং তার বাগদত্তা লাভিন হেমলানির (সিইও, এক্সেলারেট) সংগীত অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে ম্যাজিক ছড়াচ্ছেন সঞ্জয় ও মান্যতা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, 'বাস্তব' ছবির আইকনিক ট্র্যাক 'মেরি দুনিয়া হ্যায়'-এ পারফর্ম করছেন সঞ্জয় ও মান্যতা। গানের মাঝখানে এমন এক মিষ্টি মুহূর্ত ছিল, যখন সঞ্জয় মান্যতার কপালে স্নেহের সঙ্গে চুমু খান এবং সেখানে উপস্থিত অতিথিরা চিৎকার শুরু করেন। সঞ্জয় ও মান্যতার এই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন সকলে।
এই অনুষ্ঠানে দুজনেই রাজকীয় নীল রঙের পোশাক পরেছিলেন। সঞ্জয় দত্ত রুপোলি এমব্রয়ডারির সঙ্গে একটি মখমলের শেরওয়ানি পরেছিলেন। মান্যতা ভারী কাজের একটি লেহেঙ্গা-চোলি পরেছিলেন।
মজার ব্যাপার হল, ভিডিয়োটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারীই মান্যতাকে দেখে মাধুরী দীক্ষিত বলে ভুল করেন। একজন লিখেছেন, ‘প্রথম দেখায় মনে হয়েছিল মাধুরী।’ আরেকজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম মাধুরী দীক্ষিত ওখানে আছেন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘মনে হচ্ছিল মাধুরী দীক্ষিতের সঙ্গে শুটিং চলছে।’